Dabangg 4 update

গোড়াতেই গন্ডগোল! ছবির কাজ শুরুর আগে কেন চটলেন চুলবুল পাণ্ডে?

ফ্যাসাদে বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজ়ি ‘দবং’। পর পর তিনটি ছবির পরে এ বার চতুর্থ ছবিতে গিয়ে ধাক্কা। আদৌ কি সমাধান হবে সমস্যার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৯:০০
Share:

চুলবুল পাণ্ডের চরিত্রে সলমন খান। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘দবং’। এক যুগেরও বেশি সময় আগে মুক্তি পেয়েছিল ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ছবি। মুক্তির পরেই দর্শকের মধ্যে জনপ্রিয় হয়েছিল এই ছবি। অনুরাগীদের মধ্যে নিজের নতুন এক পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছিলেন বলিউডের ভাইজান। ‘দবং’-এর সাফল্যের পর থেকে চুলবুল পাণ্ডে নামেই পরিচিতি বাড়তে থাকে সলমনের। প্রথম ছবির সাফল্যের বছর দুয়েক পরে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি ‘দবং ২’। ২০১৯ সালে মুক্তি পায় তৃতীয় ছবি ‘দবং ৩’। তার পরে কেটে গিয়েছে চার বছর। ‘দবং ৪’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা। গত বছর শোনা গিয়েছিল ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। তা শেষ হলেই শুরু হবে শুটিংয়ের কাজ। তার আগেই বড়সড় ধাক্কা। এখন খবর, চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও তা একেবারেই পছন্দ হয়নি সলমন খানের।

Advertisement

‘দবং ৪’ ছবির চিত্রনাট্য লেখার দায়িত্ব পরিচালক তিগমাংশু ধুলিয়াকে দিয়েছিলেন সলমন খান। এর আগে ‘দবং ১’ পরিচালনা করেছিলেন অভিনব কাশ্যপ। পরে তাঁর ও সলমন খানের মধ্যে বিবাদের ফলে ‘দবং ২’ ছবির দায়িত্ব নেননি অভিনব কাশ্যপ। সেই ছবি পরিচালনা করেন অরবাজ় খান। ‘দবং ৩’-এর পরিচালনার দায়িত্বে ছিল প্রভু দেবা। তবে ওই দু’টি ছবিই বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি। তাই ‘দবং ৪’ ছবির চিত্রনাট্য লেখা ও পরিচালনার জন্য তিগমাংশু ধুলিয়াকে বেছেছিলেন সলমন। তবে শোনা যাচ্ছে, শেষমেশ নাকি হতাশই হয়েছেন ভাইজান। তিগমাংশুর লেখা গল্প ও চিত্রনাট্য মোটেই পছন্দ হয়নি তাঁর। এই মুহূর্তে দাঁড়িয়ে তাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে ‘দবং ৪’-এর ভবিষ্যৎ।

তবে কি অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেল সলমন খানের ছবি? না কি সলমনের আর্জিতে ফের নতুন করে ‘দবং ৪’ ছবির জন্য গল্প বাঁধা শুরু করবেন তিগমাংশু ধুলিয়া? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement