Malaika Arora

মালাইকা মা হচ্ছেন শুনে প্রচণ্ড রেগে গেলেন অর্জুন! রাগ উগরে দিলেন প্রকাশ্যে

মালাইকা অরোর নাকি অন্তঃসত্ত্বা! বুধবার দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। বেলা গড়াতে না গড়াতেই প্রতিক্রিয়া এল মালাইকার পরিবার ও প্রেমিক অর্জুন কপূরের তরফ থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১৮:৩০
Share:

ক্ষুব্ধ অর্জুন কপূর। সংগৃহীত

বুধবার আচমকাই খবর রটে যায়, মা হতে চলেছেন মালাইকা আরোরা। বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছে অর্জুন-মালাইকা। এ বার সেই সম্পর্কের এক ধাপ উত্তরণ হচ্ছে বলে ধরে নিয়েছিলেন অনেকেই। সূত্রের খবর, সন্তানের জন্ম দিতে চলেছেন এই তারকা জুটি। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে পাওয়া এই ‘খবর’ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এ বার মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে মুখ খুলল অভিনেত্রীর পরিবার ও মালাইকার সঙ্গী অর্জুন কপূর।

Advertisement

মালাইকা অন্তঃসত্ত্বা হওয়ার খবর পুরোটাই গুজব বলে উড়িয়ে দিল অভিনেত্রীর পরিবার। এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় যে তাঁরা বেশ বিড়ম্বনায় পড়েছেন, তা স্পষ্ট বোঝা গেল পরিবারের প্রতিক্রিয়া দেখে।

অন্য দিকে, মালাইকার ভুয়ো প্রেগন্যান্সির খবর ছড়ানোয় রেগে লাল হয়ে যান অর্জুন কপূরও। যে সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরটি প্রথম প্রকাশিত হয়, তাদের উদ্দেশে অর্জুন সমাজমাধ্যমে লেখেন, ‘‘ভীষণ অনৈতিক কাজ করেছেন আপনারা। আমরা পাত্তা দিই না বলে এমনটা নয় যে, যা খুশি লেখা যায়। আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানোর চেষ্টা করবেন না।’’

Advertisement

অর্জুন কপূর এবং মালাইকা অরোরার প্রেম নিয়ে কৌতূহল বরাবরই ছিল। আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল তাঁদের সম্পর্কের খবর। মুম্বই শহরের নানা জায়গায় তাঁদের একসঙ্গে ধরে ফেলতেন আলোকচিত্রিরা। কয়েক বছর যাওয়ার পর অবশ্য তাঁরা দু’জনেই সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন। তখন থেকেই কবে তাঁরা বিয়ে করবেন, সেই জল্পনা চলছেই। কবে দু’জনে একসঙ্গে বেড়াতে গেলেন, কখন বিদেশের ফুটবল ম্যাচ দেখতে গেলেন, কখন তাঁরা এক ছাদের নীচে থাকার পরিকল্পনা করছেন— সব খবর পেতেই মুখিয়ে থাকেন অনুরাগীরা। তার মাঝে আচমকা মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে ক্ষণিকের জন্য আপ্লুত হয়েছিলেন সকলে। এখন অর্জুনের মন্তব্যের পর তাঁদের কেউ কেউ হয়তো হতাশ হলেও হতে পারেন। তবে এ সবের মাঝে লাভের লাভ মালাইকারই। খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তাঁর নিজস্ব রিয়্যালিটি শো। এত প্রচারের ফাঁকে সেই শো নিয়ে যে কৌতূহল খানিক বাড়িয়ে নেওয়া গেল, তা অস্বীকার করতে পারবেন না কেউই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement