তারকারা গোটা জীবন কাজ আর সাফল্যে বিভোর থাকেন। সন্তানদের সঙ্গ দেওয়ার সময় তাঁদের বড় একটা হয় না। তাই ব্যতিক্রমী বাবা হতে চেয়েছিলেন অভিনেতা ববি দেওল। কিন্তু পারলেন কি?
১৯৯৫ সালে ‘বরসাত’ ছবিতে বলিউডে অভিষেক ধর্মেন্দ্রপুত্র ববি দেওলের। তার পর ছোট ছোট বিরতিতে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু ২০১৮ সালে ‘রেস ৩’-র পর দীর্ঘ দিন তাঁকে আর পর্দায় দেখা যায়নি। কারণ হিসেবে অভিনেতা জানান, তিনি সংসারী মানুষ। পরিবারের সঙ্গে থাকতে ভালবাসেন। তা ছাড়া, সন্তানদেরও একটা বয়সে বাবা-মাকে কাছে দরকার হয়। তাই কাজ থেকে কিছুটা সরে এসেছিলেন বলে জানিয়েছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের ওঠাপড়া নিয়ে কথা বললেন ওয়েব সিরিজ ‘আশ্রম’-এর নায়ক।
ববি আর তাঁর স্ত্রী তানিয়ার প্রথম সন্তান আর্যমানের জন্ম ২০০১ সালে। দ্বিতীয় সন্তান ধরম পৃথিবীতে আসে ২০০৪-এ। দুই ছেলে অন্তঃপ্রাণ ববি সিদ্ধান্ত নিয়েছিলেন ছেলেদের সঙ্গ দেবেন। তাদের বড় করতে গিয়ে নিজেও আর একটু সমৃদ্ধ হবেন। ছেলেদের চোখে সেরা বাবা হতে চেয়েছিলেন ববি। কিন্তু অভিনেতার আক্ষেপ, তিনি বোঝেননি, নিজের পেশাদার জীবনের কতটা ক্ষতি করে ফেলছেন! শেষমেশ চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল ছেলেরাই। অভিনেতাকে অবাক করে দিয়ে তারা বলেছিল, ‘‘বাবা কাজ করে না? সব সময়ে বাড়িতে কেন?’’ সে কথা শুনেই নড়েচড়ে বসেন ববি। বলেন, তিনি আর যা-ই হোক, সন্তানদের চোখে খারাপ উদাহরণ হতে চাননি।
ববি জানান, ছেলে আর্যমান আর ধরমই তাঁকে জোর করে কাজে ফেরত পাঠিয়েছিল। বর্তমানে একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ ছবিতেও রণবীর কপূর, রশ্মিকা মন্দন্না এবং অনিল কপূরের সঙ্গে দেখা যাবে তাঁকে। আগামী বছর ১১ অগস্ট মুক্তি পাবে সেই ছবি।