কৃষ জাগারলামু্ডি পরিচালিত এই ছবির শুটিংয়ের জন্য একটি বিশাল রাজদরবার তৈরি করা হয়েছে। ফাইল চিত্র
বড়দিনের আবহে সুখবর। বহু দিন পর বড় পর্দায় ফিরতে চলেছেন ববি দেওল। তবে এ বার আর বলিউডে নয়, তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করবেন অভিনেতা। তাঁকে দেখা যাবে মুঘল সম্রাট আওরঙ্গজ়েবের চরিত্রে।
দক্ষিণের সুপারস্টার পবন কল্যাণ অভিনীত ‘হরি হর বীর মাল্লু’ ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছেন ববি। ২৪ ডিসেম্বর ছবির রাজকীয় সেটে আসার পথে অভিনেতাকে স্বাগত জানালেন দক্ষিণের নির্মাতারা। কৃষ জাগারলামু্ডি পরিচালিত এই ছবির শুটিংয়ের জন্য একটি বিশাল রাজদরবার তৈরি করা হয়েছে। পবন এবং ববির দৃশ্যগুলির বেশির ভাগ সেই সেটেই শুট করা হবে।
‘হরি হর বীর মাল্লু’ র প্রেক্ষাপট ১৭ শতকের ভারতের। ঝলক ভাগ করে নিয়ে নির্মাতারা জানালেন, আগামী বছর গ্রীষ্মকালে মুক্তি পাবে ছবিটি। সেই সঙ্গে সম্রাটের বেশে দেখা যাবে ববিকেও।
দক্ষিণের ছবিতে পা রাখতে পেরে উচ্ছ্বসিত ববিও। বললেন, “আমি বরাবর দক্ষিণের ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছিলাম। এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলাম, যা আমাকে উত্তেজিত করবে৷ যখন এই ছবিটির কথা জানলাম, মনে হল এটাই সেই সুযোগ! আওরঙ্গজ়েবের চরিত্র ফুটিয়ে তোলার জন্য আমিও উন্মুখ। বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে পবনের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করতে পারা তো সৌভাগ্যের ব্যাপার।”
‘হরি হর বীর মাল্লু’র নির্মাতারা সম্প্রতি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ৪০ দিনের শুটিং শেষ করলেন। ৯০০ জনেরও বেশি সদস্যের সঙ্গে গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যগুলি শুটের আগে মহড়ার আয়োজন করা হয়েছিল। ববি সেটে যোগ দেন গত সেপ্টেম্বরে।
এর আগে ‘আশ্রম’ সিরিজ়ের তৃতীয় সিজ়নে দেখা গিয়েছিল ববিকে। তাঁর নতুন ছবি সম্পর্কে বিশদ জানা যাবে শীঘ্রই ।