অসুরের রক্ত থেকে জন্ম নিল সহস্র অসুর। পুরাণের সেই রক্তবীজের কাহিনি কি সুপারহিরোর গল্পেও খাটে? এক সুপারহিরোর রক্তে কি জন্ম নেবে আর এক সুপারহিরো? তা-ও কল্পকাহিনি কিংবা পর্দায় নয়, ঘোর বাস্তবে! বলিউডের ‘গ্রীক দেবতা’কে তেমনই প্রশ্ন করে বসলেন এক অনুরাগী!
হৃতিকের সঙ্গে রসিকতা অনুরাগীর
অসুরের রক্ত থেকে জন্ম নিল সহস্র অসুর। পুরাণের সেই রক্তবীজের কাহিনি কি সুপারহিরোর গল্পেও খাটে? এক সুপারহিরোর রক্তে কি জন্ম নেবে আর এক সুপারহিরো? তা-ও কল্পকাহিনি কিংবা পর্দায় নয়, ঘোর বাস্তবে! বলিউডের ‘গ্রীক দেবতা’কে তেমনই প্রশ্ন করে বসলেন এক অনুরাগী!
পর্দার ‘কৃষ’ ওরফে বাস্তবের হৃতিক রোশনের রক্তের গ্রুপ বি নেগেটিভ। বিরলই বলা চলে। তাই ব্লাড ব্যাঙ্কগুলিকে সহযোগিতা করতে বৃহস্পতিবার রক্তদান করেছেন অভিনেতা। বিষয়টি জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন হৃতিক। রক্তদানে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন মানুষকে। সঙ্গে ছিল তাঁর নিজের রক্তদানের ছবি।
বিরল গ্রুপে রক্ত দিতে এগিয়ে আসা— অভিনেতার এমন কাজে খুশি তাঁর অজস্র অনুরাগী। ভিডিয়োর দর্শকসংখ্যা এবং মন্তব্যবাক্সে প্রশংসা, দুই-ই বেড়েছে হু হু করে। আর তার মধ্যেই রসিকতাও করেছেন কেউ কেউ। এক অনুরাগীর সটান প্রশ্ন— ‘এই রক্ত যিনি নিজের শরীরে নেবেন, তিনি কি কৃষ হয়ে যাবেন?’ হাসির ঢল নেমেছে তার পরেই!
‘সুপারহিরো’ রোশন আপাতত কাজ করছেন দক্ষিণী ছবি ‘বিক্রম বেদ’-এর রিমেকে। সইফ আলি খান ও রাধিকা আপ্তের সঙ্গে এই ছবিটি বিক্রম-বেতালের কাহিনির এক সমসাময়িক সংস্করণ। সম্প্রতি হৃতিকের জন্মদিনে মুক্তি পেয়েছে তাঁর চরিত্রের প্রথম ঝলক।