Bipasha Basu

একদৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে সে, দেবীর ছবি প্রকাশ্যে আনলেন বিপাশা

ছবি সামনে আসতেই বিপাশার পোস্টটিতে পছন্দের বন্যা বয়ে যায়। পোস্টটির মন্তব্যবাক্সে দেবী কার মতো দেখতে হয়েছে, তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ০২:১৯
Share:

মেয়ে দেবীর সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবি মাঝেমধ্যেই সমাজমাধ্যমে শেয়ার করেন বিপাশা। ফাইল চিত্র।

জন্মের পর থেকেই দেবীর নানা মিষ্টি মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেন বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভার। কিন্তু কখনও দেবীর ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। জন্মের ছ’মাস পর সকলের সামনে এল দেবী।

Advertisement

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে এই ছবিই পোস্ট করা হয়েছিল। ছবি: ইনস্টাগ্রাম।

বুধবার, সম্ভবত অসাবধানতাবশত বিপাশার ইনস্টাগ্রাম স্টোরিতে দেবীর দু’টি ছবি পোস্ট হয়ে যায়। সেই ছবিগুলির একটিতে দেখা গিয়েছে, মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন বিপাশা। ক্যামেরার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে দেবী। কিছু ক্ষণের মধ্যেই স্টোরিটি মুছে ফেলেন অভিনেত্রী। খানিক পরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেবীর দু’টি ছবি শেয়ার করেন বিপাশা। সঙ্গে ক্যাপশন, “হ্যালো দুনিয়া, আমি দেবী।” দেবীর পরনে গোলাপি ফ্রক, মাথায় ফিতে।

ছবি শেয়ার করতেই পোস্টটিতে পছন্দের বন্যা বয়ে যায়। পোস্টটির মন্তব্য বাক্সে দেবী কার মতো দেখতে হয়েছে, তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। কেউ বলছেন দেবীকে দেখতে কর্ণের মতো, কেউ বলছেন বিপাশার মতোই দেখতে হয়েছে। কাজল আগরওয়াল, সাগরিকা ঘাটগে, শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির মতো তারকারা আশীর্বাদ করেছেন দেবীকে। মার্চে চার মাস পূর্ণ হয়েছে দেবীর। সেই সময়ও তার ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন বিপাশা। তখন দেবীর পরনে ছিল হালকা গোলাপি রঙের জামা। হাতে একটি কার্ড, তাতে লেখা, ‘চার মাস বয়স’।

Advertisement

প্রায় এক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং কর্ণ।বিয়ের পাঁচ বছর পরে ২০২২-এর অগস্ট মাসে বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন দু’জনে। ১২ নভেম্বর জন্ম নেয় বিপাশা-কর্ণের সন্তান দেবী বসু সিংহ গ্রোভার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement