Ajaz Khan

মাদককাণ্ডে গ্রেফতার ‘বিগ বস্’ খ্যাত এজাজ, দু’বছর পর মুক্তি পাচ্ছেন অভিনেতা

‘বিগ বস্’-এর কারণে রাতারাতি জনপ্রিয়তা, এনসিবির হাতে গ্রেফতার। প্রায় দু’বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ১২:৫৫
Share:
Bigg Boss Fame actor ajaz khan gets bail in drug case

দু’বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন ‘বিগ বস্’ খ্যাত তারকা এজাজ। ছবি: সংগৃহীত।

মাদককাণ্ডে ২০২১ সালে গ্রেফতার করা হয় অভিনেতা এজাজ খানকে। বহু বছর ধরে হিন্দি সিরিয়াল ও সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে ঘরে ঘরে পরিচিতি পান ‘বিগ বস্’-এর দৌলতে। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। মাদক পাচার করায় কোভিড অতিমারির সময় গ্রেফতার করা হয় তাঁকে। দু’বছর জেলবন্দি থাকার পর ছাড়া পাচ্ছেন এজাজ। খবরটি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁর স্ত্রী। শুক্রবার সন্ধ্যা ৬.৪০ নাগাদ আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন অভিনেতা।

Advertisement

বছর দুয়েক আগে মুম্বই বিমানবন্দর থেকে এজাজকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সেই সময় অভিনেতার কাছ থেকে প্রায় ৩১টি অ্যালপ্রাজোলাম ট্যাবেলট পাওয়া যায়, যা বাজারে নিষিদ্ধ। গ্রেফতার হওয়ার পরে বম্বে আদালতে জামিনের জন্য আবেদন করেন এজাজ। কিন্তু নিষিদ্ধ মাদক পাচার ও যুবসমাজের ক্ষতিসাধনের জন্য সেই তাঁর জামিনের আবেদন খারিজ করে আদালত। অবশেষে মুক্তি পাচ্ছেন এজাজ।

Advertisement

দু’বছর পর স্বামীকে কাছে পাবেন, স্বাভাবিক ভাবেই খুশি অভিনেতার স্ত্রী। সে কথা বেশ স্পষ্ট তাঁর বার্তায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement