Salman Khan Fees For Bigg boss 18

সপ্তাহান্তে আসবেন ছোট পর্দায়, সকলকে ছাপিয়ে যাবেন সঞ্চালক সলমন! কত পারিশ্রমিক নেবেন?

সপ্তাহান্তে ছোট পর্দায় দেখা যাবে সলমনকে। নাম ‘উইকেন্ড কা ভার’। এর জন্য যে পরিমাণ পারিশ্রমিক পাবেন তা নাকি টিভির পর্দায় অন্য সব সঞ্চালককে ছাপিয়ে যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ১২:০১
Share:

সলমন খান। ছবি: সংগৃহীত।

বড় পর্দায় গত বছর তেমন প্রভাব ফেলতে পারেননি সলমন খান। যদিও টিভির পর্দায় তিনি যেন দিন দিন রাজা হয়ে উঠছেন। ‘বিগ বস্ ১৮’-এ স়ঞ্চালকের ভূমিকার সলমন। নতুন এই সিজ়নকে দর্শকের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে অভিনব সব ফন্দি এঁটেছেন নির্মাতারা। গত দেড় দশকেরও বেশি সময় ধরে দর্শকের মনোরঞ্জন করছে এই অনুষ্ঠান। একটা লম্বা সময় ধরে এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সলমন খান। এ বারও তার অন্যথা হচ্ছে না। প্রায় তিন মাস ধরে চলবে এই শো। যার মধ্যে সপ্তাহান্তে দেখা যাবে সলমনকে। নাম ‘উইকেন্ড কা ভার’। এ জন্য যে পরিমাণ পারিশ্রমিক পাবেন তা নাকি টিভির পর্দায় অন্য সব সঞ্চালককে ছাপিয়ে যাবে।

Advertisement

৬ অক্টোবর থেকে শুরু হল বিগ বস্-এর নতুন সিজ়ন। এই মরসুমে বিগ বস্ সঞ্চালনা করার জন্য প্রতি মাসে ৬০ কোটি টাকা নিচ্ছেন! হ্যাঁ, অর্থাৎ এক মাসে ৮টি এপিসোডের জন্য এই বিপুল পরিমাণ অর্থ নেবেন অভিনেতা। সূত্রের খবর, আগের সিজ়নের মতো এই সিজ়ন যদি ১৫ সপ্তাহ ধরে চলে, তা হলে অভিনেতা প্রায় ২৫০ কোটি টাকা আয় করবেন। যদিও ‘বিগ বস্‌ ১৭’-এর জন্য সপ্তাহে ১২ কোটি আর গোটা সিজ়নের জন্য প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলন ভাইজান। এ বার সেই অঙ্কটা অনেকটাই বাড়িয়ে নিলেন তিনি। সঞ্চালক হিসেবে ছোট পর্দায় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন অমিতাভ বচ্চন, রোহিত শেট্টিরা। সূত্রের খবর, সকলকেই নাকি পিছনে ফেলে দিয়েছেন ভাইজান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement