Bhumi Pednekar

ছকভাঙার চেষ্টায় ভূমি পেডনেকর

ভূমির নতুন ছবি ‘দুর্গামতী’র ট্রেলার রিলিজ় পেল বুধবার। ডিসেম্বরের গোড়ায় অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ০০:০১
Share:

ছবির দৃশ্য।

কেরিয়ারের শুরুর দিকে ছোট শহরের প্রতিবাদী নারীচরিত্র, এটাই ছিল ভূমি পেডনেকরের ট্রেডমার্ক। ‘দম লাগা কে হাইশা’, ‘টয়লেট: এক প্রেম কথা’ বা ‘শুভ মঙ্গল সাবধান’... গতে বাঁধা চরিত্র। এই জ়ঁর থেকে ভূমি যে পুরোপুরি বেরিয়ে এসেছেন, তা ঠিক নয়। তবে পরীক্ষা-নিরীক্ষার পরিসর অবশ্যই বাড়িয়েছেন। ‘পতি পত্নী অওর উয়ো’তে গ্ল্যামারাস চরিত্র করেছেন আবার পাশাপাশি ‘সোনচিড়িয়া’র মতো পুরুষ-প্রধান ছবিতে নিজের উপস্থিতি কায়েম করেছেন।

Advertisement

ভূমির নতুন ছবি ‘দুর্গামতী’র ট্রেলার রিলিজ় পেল বুধবার। ডিসেম্বরের গোড়ায় অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি। আক্ষরিক অর্থে, এই ছবির মুখ ভূমি। অভিনেত্রী নিজেও এই ব্যাপারে ওয়াকিবহাল, ‘‘এই প্রথম বার আমার একার কাঁধে ছবির দায়িত্ব। উৎসাহিত আবার কিছুটা ভয়ও কাজ করছে,’’ মত তাঁর। ট্রেলারে দু’টি আলাদা টাইমলাইনে চলছে ঘটনাপ্রবাহ। রিভেঞ্জ-ড্রামার সঙ্গে হাত মিলিয়েছে হরর জ়ঁর। তেলুগু হিট ছবি ‘ভাগ্যমতী’র অফিশিয়াল রিমেক এটি। ছবিটি প্রেজ়েন্ট করছেন অক্ষয়কুমার। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement