১৫ বছর পর আরও আবারও চেনা সুর। আলো-আঁধারিতে গা ছমছমে নূপুরের আওয়াজ, সেই ঝিম ধরা প্রাসাদের দেওয়াল, যার খাঁজে খাঁজে সুরেলা কণ্ঠে ধাক্কা খেয়ে ফিরছে মঞ্জুলিকার গান— ‘আমি যে তোমার!’ শুনলেই বুকের ভিতরটা শিরশির করে উঠতে পারে। তবে দর্শক তো আহ্লাদে আটখানা!
২০০৭-এর ভুতুড়ে হিন্দি ছবি ‘ভুলভুলাইয়া’র তুমুল সাফল্যের প্রায় দেড় দশক পর শেষমেশ পর্দায় আসছে ‘ভুলভুলাইয়া-২’। ফিরছে রাজস্থানের সেই আলোআঁধারি মোড়া বাড়ির রহস্যময় হাতছানি। নর্তকী মঞ্জুলিকার ভূত এ বার কার ঘাড়ে ভর করবে, তা অবশ্য এখনও অজানা। তবে নতুন ছবির ঝলক দেখেই উৎসুক হয়ে পড়েছেন দর্শকরা। সিক্যুয়েলের পরিচালনায় আনিস বাজমি। আগের ছবির অভিনেতারাও নেই এ বারে।
‘ভুলভুলাইয়া’য় মনোবিদের ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। এ বার সেই চরিত্রেই দিব্যি মানিয়ে গিয়েছেন কার্তিক আর্য। তাঁর বিপরীতে অভিনেত্রী কিয়ারা আদবানী। রয়েছেন টাবুও। অন্য দিকে ছোট পণ্ডিতের চরিত্রে দেখা যাবে রাজপাল যাদবকে।
চলতি বছর মে মাসের ২০ তারিখেই মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া -২’। ছবির ঝলকে মঞ্জুলিকার গান বাজতেই নস্টালজিয়ায় ঘিরেছে শ্রোতা-দর্শকদের। ভৌতিক রহস্য রোমাঞ্চের সঙ্গে হালকা চালের মজা মিশে একেবারে অন্য ধারার ছবি হতে চলেছে এই সিক্যুয়েলও, এমনটাই আশা।