Bharti Singh

Bharti Singh: তিন মাসের সন্তানের সামনে হুকা! কেমন মা ভারতী?

ছোট্ট লক্ষের মিষ্টি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন হাস্যকৌতুক শিল্পী ভারতী সিংহ। আর তাতেই কটাক্ষের শিকার হলেন।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১৩:০৫
Share:

আরবীয় শেখের মতো দুধসাদা পোশাক কাফিয়ায় জড়ানো তিন মাসের ছোট্ট শিশু। মাথায় সাদা-গোলাপি চেক কাটা আগল। চেয়ারে ঘুমিয়ে আছে লক্ষ, সামনে রাখা হুকা। আদরের লক্ষের এই ছবি মা ভারতী ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। দুধের শিশুর সামনে হুকা! কেমন মা ভারতী? প্রশ্ন উঠেছে। মাত্র তিন মাস হল মাতৃত্বের স্বাদ পেয়েছেন ভারতী। স্বামী হর্ষ লিম্বাছিয়ার সঙ্গে ছোট্ট লক্ষকে নিয়ে নতুন মায়ের এখন সুখে সময় কাটছে। পুরোদমে মাতৃত্ব উপভোগ করছেন হাস্যকৌতুক শিল্পী। সম্প্রতি বাচ্চার তিন মাস পূর্তিতে নানা পোশাকে ছবি দিয়ে তাঁদের নতুন জীবনের আনন্দ-আবেগ ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। আর তাতেই ভারতীর মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠল।

Advertisement

এর আগে হ্যারি পটারের পোশাকে লক্ষের ছবি প্রকাশ করে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে ভেসে গিয়েছিলেন শিল্পী। এ বার সমালোচনা জুটল, কারণ তিন মাসের শিশুর সামনে হুকা রেখে ছবি তুলে ভারতী যে ধূমপানকেই পরোক্ষে প্রশ্রয় দিলেন! কেন এমন করলেন ভারতী?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement