—ফাইল চিত্র।
ছবি বড় পর্দায় মুক্তি পাক বা ওটিটি প্ল্যাটফর্মে, বিতর্ক পিছু ছাড়ে না। ঈশান খট্টর এবং অনন্যা পাণ্ডে অভিনীত ‘খালি পিলি’ ছবির একটি গান সদ্য মুক্তি পেয়েছে। গানের একটি লাইন, ‘গোরিয়া তুঝে দেখ কে, বিয়ন্সে শরমা জায়েগি।’ এই লাইনটি নিয়ে বর্ণবৈষম্যের অভিযোগে নেটিজ়েনরা সরব। তবে গানটি আরও বড় বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। কারণ বিয়ন্সে নামটির ব্যবহার। ছবির প্রযোজনা সংস্থার একটি সূত্র মারফত জানা গিয়েছে, এই গানে নাম ব্যবহারের ক্ষেত্রে পপ তারকা বিয়ন্সের অনুমতি নেওয়া হয়নি। এক দশক আগেই বিয়ন্সে তাঁর নাম ‘ট্রেডমার্ক’ করিয়েছেন অর্থাৎ কোনও বাণিজ্যিক স্বার্থে এই নাম ব্যবহার করা যাবে না। মেয়ে ব্লু আইভির নামের স্বত্বও দীর্ঘ আইনি লড়াই করে আদায় করেছেন বিয়ন্সে। তাই আইনি লড়াই এড়াতে এখন ছবির টিম গানটির লিরিক নতুন করে লেখার কথা ভাবছে। এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।