TRP ratings

নম্বর বাড়ল প্রথম পাঁচে, শীর্ষে অনড় ‘পরিণীতা’, টিআরপি তালিকায় বাকিরা কে কোথায়?

চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় নতুন ধারাবাহিক ‘পরিণীতা’ তার জায়গা ধরে রাখল। বেশ কিছু ধারাবাহিকের নম্বরও বেড়েছে। অন্য দিকে, চর্চিত কয়েকটি ধারাবাহিকের নম্বর কমেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৩
Share:

‘পরিণীতা’ ধারাবাহিকের একটি দৃশ্যে ঈশানী এবং উদয়। ছবি: সংগৃহীত।

ধারাবাহিক শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি। কিন্তু গতি পেয়েছে ‘পরিণীতা’। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও শীর্ষে নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। গত সপ্তাহে উদয় প্রতাপ সিংহ এবং নবাগতা ঈশানী চট্টোপাধ্যায় অভিনীত ধারাবাহিকটি পেয়েছিল ৭.৮ নম্বর। চলতি সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৮.৩।

Advertisement

উল্লেখ্য, চলতি সপ্তাহে প্রথম পাঁচে খুব বেশি রদবদল হয়নি। তবে সিংহভাগ ধারাবাহিকের নম্বর বেড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। ফুলকি এবং রোহিতদের প্রাপ্ত নম্বর ৮.০। অন্য দিকে, ৭.৫ নম্বর পেয়ে পঞ্চম স্থান থেকে চলতি সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’। গত কয়েক সপ্তাহ ধরেই প্রথম পাঁচে বাকি ধারাবাহিকদের জোর টক্কর দিচ্ছে গীতা এবং স্বস্তিকের আখ্যান। চলতি সপ্তাহে ৭.২ পেয়ে তারা রয়েছে চতুর্থ স্থানে। চলতি সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকটি। তাদের প্রাপ্ত নম্বর ৭.০।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

চলতি সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে ‘কথা’। তারা পেয়েছে ৬.৯ নম্বর। উল্লেখ্য, এভি এবং কথার গল্প প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে বলে অনুরাগীরাও চিন্তায়। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে ‘রাঙামতি তীরন্দাজ’ এবং ‘উড়ান’। চলতি সপ্তাহে নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘শুভ বিবাহ’। উল্লেখ্য, চর্চিত দুই ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ এবং ‘নিম ফুলের মধু’ তালিকায় জায়গা পায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement