Ananya-Sukanta

‘এরা আদৌ সম্পর্কে আছে’? অনন্যা এবং সুকান্তর আদুরে ছবি দেখেও সন্দিহান অনেকে

অনন্যা গুহ বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। অন্য দিকে সুকান্ত কুন্ডুও ইউটিউবে নিজের ভাল পসার জমিয়েছেন। পোস্ট করলেন নিজেদের আদুরে ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ২১:১৬
Share:

অনন্যা গুহ। ছবি: সংগৃহীত।

অনন্যা গুহ এবং সুকান্ত কুন্ডু। দু’জনেরই ইনস্টাগ্রামে নজরকাড়া অনুরাগীর সংখ্যা। অনন্যা যদিও সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। কিন্তু অভিনেত্রী হওয়ার সুবাদে সাফল্য খুব সহজেই এসেছে তাঁর দরজায়। সুকান্ত কর্পোরেটে চাকরি করার পাশাপাশি চর্চিত ইউটিউবারও। তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে ছোট পর্দার বেশ কিছু পরিচিত অভিনেতাদের দেখাও যায়। শেষ কয়েক মাসে অনন্যার সঙ্গে সুকান্তর ছবি ঘিরে তৈরি হয়েছে বিস্তর কৌতূহল। অনেকেরই ধারণা, সুকান্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অনন্যা। রোদ ঝলমলে আকাশ। হলুদ টি-শার্টে সুকান্ত। আর অনন্যার পরনে গোলাপি টপ আর জিনস। হাসিমুখে অনন্যার কানে গুঁজে দিচ্ছে গোলাপ ফুল। এমনই একটি আদুরে ছবি পোস্ট করে অনন্যা নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। একটি হলুদ ‘লভ’ স্টিকার পোস্ট করে তিনি লেখেন, “প্রত্যেক বার তোমার নামের পাশে এই স্টিকার বসাব।” এই ছবিটি পোস্ট করার পর থেকেই শুরু সমালোচনা।

এক জন লিখেছেন, “সবাই জানে এদের মধ্যে কোনও সম্পর্ক নেই। এরা নিজেরাও জানে। খালি লাইক, কমেন্ট, ভিউ পাওয়ার জন্য এমন ছবি পোস্ট করে এবং রিল ভিডিয়ো তৈরি করে পোস্ট করে। খুবই অদ্ভুত।” আরও এক জনের মন্তব্য, “শুধু মিথ্যে কথা। মোটেই কোনও সম্পর্কে নেই ওরা। সব মিথ্যে কথা।” এ সব মন্তব্যে কোনও উত্তর দেননি দু’জনের কেউই। আনন্দবাজার অনলাইনের তরফে সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় অনন্যার সঙ্গে। কিন্তু ফোন বন্ধ। আদৌ তাঁরা সম্পর্কে আছেন কি নেই? সে উত্তর দিতে পারবেন তাঁরাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement