(বাঁ দিক থেকে) দেব, সৌমিতৃষা কুণ্ডু, সোহম চক্রবর্তী। ছবি: সংগৃহীত।
অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবির শুটিং শুরু হয়েছে। তবে ছবির সিংহভাগ শুটিংই হবে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে।
দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন এক ঝাঁক তারকা। দেবের বিপরীতে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী। এছাড়াও থাকছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, মমতা শঙ্কর, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত প্রমুখ। এই এক ঝাঁক তারকাদের নিয়ে শুটিংয়ের জন্য ইউনিটও মুখিয়ে রয়েছে। ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী অবশ্য খুব একটা চিন্তিত নন। বললেন, ‘‘টেনশন হচ্ছে না। তবে এত বড় মাপের তারকাদের নিয়ে একসঙ্গে শুটিংয়ের উত্তেজনাই বেশি অনুভব করছি।’’ অতনুর মতে, ছবির আউটডোর নয়, বরং বলা যেতে পারে পুরো ছবিটাই তাঁরা উত্তরবঙ্গে শুটিং সারবেন।
(বাঁ দিকে) অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
উত্তরবঙ্গে শুটিং নিয়ে উচ্ছ্বসিত ছবির পরিচালক। অভিজিৎ বললেন, ‘‘ এর আগে ‘টনিক’-এর সময়েও আমরা পাহাড়ে শুটিং করেছিলাম। সবাইকে নিয়ে মনে হচ্ছে আগামী কয়েকদিন বেশ ভালই কাটবে।’’ তবে একই সঙ্গে পরিচালক জানালেন গল্পের প্রয়োজনেই এই ছবির প্রেক্ষাপট পাহাড়। অভিজিৎ বললেন, ‘‘আসলে আমার মনে হয়, এই রাজ্যে এত ভাল ভাল লোকেশন রয়েছে যে বাংলার বাইরে গিয়ে শুটিং করার বিশেষ একটা প্রয়োজন হয় না।’’
‘প্রধান’ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন দেব। চরিত্রের নাম দীপক প্রধান। এর বেশি এখনই কিছু খোলসা করতে চাইছেন না অতনু। বললেন, ‘‘পারিবারিক ছবি। সাম্প্রতিক অতীতে এত বড় মাপের বাংলা ছবি তৈরি হয়নি। এটুকু বলতে পারি ‘টনিক’ এবং ‘প্রজাপতি’ যেমন দর্শকদের মন জয় করেছিল, এই ছবিতেও দর্শক নতুন কিছু উপহার পেতে চলেছেন।’’ দীর্ঘ দিন পর ‘প্রধান’-এর মাধ্যমেই আবার বাংলা ছবিতে সঙ্গীত পরিচালনা করবেন শান্তনু মৈত্র। তাঁকে রাজি করাতে পেরে অতনুও উচ্ছ্বসিত।
আগামী ৩০ অগস্ট থেকে উত্তরবঙ্গে ছবির শুটিং শুরু করবেন পরিচালক। শুটিং চলবে ২১ দিন। ছবিটি আগামী বড়দিনে মুক্তি পাওয়ার কথা।