Smart Cities Mission

‘স্মার্ট’ হল কি শহর, প্রশ্ন প্রকল্প শেষে 

পশ্চিমবঙ্গের চারটি শহর নিউটাউন, সল্টলেক, দুর্গাপুর ও হলদিয়া স্মার্ট সিটি প্রকল্পের জন্য বাছাই হয়েছিল। ২০১৫ থেকে প্রকল্প চালু হলেও পরের বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ০৯:৪৪
Share:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচারে বলেছিলেন, আমরা কি ১০০টি নতুন আধুনিক শহর তৈরি করতে পারি না? প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদীর সরকার নতুন শহর তৈরির বদলে পুরনো ১০০টি শহরকেই আধুনিক শহর বা ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার প্রকল্প শুরু করেছিল। আজ মোদী সরকারের সেই ‘স্মার্ট সিটি মিশন’-এর কাজ শেষ হল। কিন্তু সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১০০টি শহরের মধ্যে মাত্র ১৬টি শহরে সমস্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে। বাকি ৮৪টি শহরে এখনও প্রায় ১৪ হাজার কোটি টাকার বেশি কাজ বাকি রয়েছে। অথচ পাঁচ বছর আগে এই ‘স্মার্ট সিটি মিশন’-এর কাজ শেষ হওয়ার কথা ছিল। তিন বার প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ১০ বছর পরেও সমস্ত কাজ শেষ করা যায়নি।

Advertisement

আজ কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে অভিযোগ তুলেছেন, “আরও একটি জুমলার শেষ হল। স্মার্ট সিটি মিশনে ইতি পড়ল। কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়া, সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ, বছরে ২ কোটি চাকরির মতো এ-ও এক জুমলা ছিল। প্রকল্প চালু হয়েছিল ঢাকঢোল পিটিয়ে। কিন্তু বাস্তবে ধরাশায়ী হয়েছে। ১০০টির মধ্যে মাত্র ১৬টি শহরে সমস্ত কাজ শেষ হয়েছে বলে দাবি। কিন্তু সত্যিই কি এ সব শহর স্মার্ট সিটি
হয়ে গিয়েছে?”

পশ্চিমবঙ্গের চারটি শহর নিউটাউন, সল্টলেক, দুর্গাপুর ও হলদিয়া স্মার্ট সিটি প্রকল্পের জন্য বাছাই হয়েছিল। ২০১৫ থেকে প্রকল্প চালু হলেও পরের বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। যে সব শহরে ‘স্মার্ট সিটি মিশন’-এর সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রকের দাবি, তার মধ্যে বারাণসী, সুরাত, পুণে, মাদুরাই, বরোদা, উদয়পুর রয়েছে। সুপ্রিয়ার প্রশ্ন, ‘‘এ সব শহরে বড় বড় রাস্তায় এখনও গর্ত খোঁড়া রয়েছে। তা হলে স্মার্ট সিটি কী ভাবে হল, বোঝা গেল না।’’

Advertisement

কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান বলছে, স্মার্ট সিটি মিশনে মোট ৮,০৬২টি প্রকল্পে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এর মধ্যে ৯৩ শতাংশ বা ৭,৫০২টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। তাতে প্রায় ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। বাকি ৫৬০টি প্রকল্পে আরও প্রায় ১৪ হাজার কোটি টাকার কাজ চলছে। মূলত পরিবহণ, জল সরবরাহ, নিকাশি, আবর্জনা ব্যবস্থাপনা, সিসিটিভি-র মতো নিরাপত্তা
ব্যবস্থা, স্কুল, স্বাস্থ্য পরিষেবার প্রকল্প নেওয়া হয়েছিল। সরকারি কর্তারা মানছেন, আধুনিক শহর বানানোর বদলে ‘স্মার্ট সিটি মিশন’ বাস্তবে ক্ষয়িষ্ণু পরিকাঠামোর পুনরুজ্জীবন প্রকল্প হয়ে উঠেছিল। কেন্দ্রীয় সরকার প্রাথমিক ভাবে ৪৮ হাজার কোটি টাকার তহবিল মঞ্জুর করেছিল। রাজ্যগুলির থেকে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে টাকা তোলার লক্ষ্য নেওয়া হয়েছিল।

­৩১ মার্চ স্মার্ট সিটি মিশনের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে প্রশ্ন উঠেছে, এ বার কি শহরের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র আর কোনও অর্থ খরচ করবে না? সরকারি সূত্রের বক্তব্য, সম্প্রতি বাজেটে ১ লক্ষ কোটি টাকার ‘আরবান চ্যালেঞ্জ ফান্ড’-এর ঘোষণা হয়েছে। যেখানে শহরগুলিকে ‘আর্থিক বৃদ্ধির কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে বলেন, ‘‘মোদী সরকার শুধু প্রকল্পের নাম বদলে চলেছে। স্মার্ট সিটি মিশনের নামে হাজার হাজার কোটি টাকা ওড়ানো হল। এ বার প্রকল্প বন্ধ। কিন্তু প্রশ্ন হল, এই ব্যর্থ প্রকল্পের দায় কে নেবে? গোটা ব্যাপারটায় দুর্নীতিরও গন্ধ মিলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement