পরমব্রত চট্টোপাধ্যায়।
পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘খেলেছি আজগুবি’ এ বার মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম জ়ি ফাইভে, যার হিন্দি টাইটল ‘তিকিতাকা’। এ দেশে আসা সেনেগালের এক ফুটবলারের সঙ্গে রাজু, অর্থাৎ পরমব্রতের অ্যাডভেঞ্চারকে ভিত্তি করেই ছবির গল্প। ড্রাগ পাচারকে কেন্দ্র করে নানা ঝামেলায় জড়িয়ে পড়ে তারা। পরমব্রত ছাড়াও ছবিতে পিকের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। বনি নামে আর একটি চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী।
কমেডি-নির্ভর এই ছবির গল্প লিখেছেন রোহন ঘোষ এবং শৌভিক বন্দ্যোপাধ্যায়। বছর দুয়েক আগেই এই ছবি তৈরির কাজ সেরে ফেলেছিলেন পরমব্রত, যা শেষ পর্যন্ত বাংলা ও হিন্দিতে মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। অতিমারির পরিস্থিতিতে এই ছবি দর্শকের মুখে হাসি ফোটাবে বলেই বিশ্বাস তাঁর।