Bhotbhoti film release

টিভি বা ওটিটিতে সুযোগ নেই, দর্শক পেতে তাঁর ছবি কোথায় রিলিজ় করছেন তথাগত?

ডিজিটাল মাধ্যমে ওটিটির পাশাপাশি ইউটিউব ছবির জন্য নতুন দরজা খুলে দিতে পারে বলে মনে করেন তথাগত। সেখানে ‘ভটভটি’ কবে মুক্তি পাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৪ ১৭:৩৬
Share:

(বাঁ দিকে) ‘ভটভটি’ ছবির পোস্টার। তথাগত মুখোপাধ্যায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বাংলা ছবির পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিতর্ক বহমান। তবে এ কথা কিছুটা হলেও সত্যি, বাংলা ছবিকে এখনও হিন্দির সঙ্গে লড়াই করে শো পেতে হয়। ছবির স্যাটেলাইট স্বত্বের দামও দিনে দিনে কমছে। ওটিটিও ছবির ক্ষেত্রে একাধিক ‘শর্ত’ রাখছে। এমতাবস্থায় দর্শকের কাছে নিজের ছবিকে পৌঁছে দিতে বিকল্প পথ খুঁজলেন পরিচালক অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। পরিচালক যাকে ‘এক্সপেরিমেন্ট’ বলতে চাইছেন।

Advertisement

২০২২ সালে মুক্তি পায় তথাগত পরিচালিত ছবি ‘ভটভটি’। সেই সময় মাত্র ১০টি প্রেক্ষাগৃহ পেয়েছিল ছবিটি। মুক্তির আগে প্রযোজকদের অভ্যন্তরীণ সিদ্ধান্তের কারণে ছবিটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়নি, জায়গা হয়নি কোনও ওটিটিতেও। তথাগতের কথায়, ‘‘অথচ ছবিটি প্রশংসিত। এখনও মানুষ ছবিটি দেখতে চান।’’ আপাত-‘পুরনো’ ছবিটিকেই এ বারে ইউটিউবে রিলিজ় করছেন পরিচালক।

উল্লেখ্য, সম্প্রতি তথাগত পরিচালিত ‘পারিয়া’ ছবিটি প্রথম সারির একটি ওটিটিতে জায়গা পেয়েছে। সেখানে ‘ভটভটি’ কেন জায়গা পেল না? পরিচালক বললেন, ‘‘অনেক কারণ থাকতে পারে। কী দাম পাওয়া যাচ্ছে, বা ছবি কত হল পেয়েছিল— একাধিক বিষয়ের উপর একটা ছবির ডিজিটাল ভাগ্য নির্ভর করে।’’

Advertisement

‘ভটভটি’র মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋষভ বসু, বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। তথাগত বললেন, ‘‘শিল্পী হিসেবে আমি চাই, আমার কাজ যেন মানুষের মধ্যে পৌঁছে যায়। তাই একটু অন্য রকমের প্রয়াস। দেখা যাক না, কী রকম ফল পাই।’’ একই সঙ্গে পরিচালকের আশা, ভবিষ্যতে যে সমস্ত ছবি টিভি বা ওটিটিতে জায়গা পাবে না, তাদের ক্ষেত্রে ইউটিউব বিকল্প পথ খুলে দিতে পারে। আগামী ১৬ অগস্ট ইউটিউবে ছবিটি মুক্তি পাবে।

ইউটিউবে বাংলা ছবির মুক্তি অবশ্য নতুন কিছু নয়। স্বল্প দৈর্ঘ্যের বহু ছবিরই ঠাঁই হয় এই মঞ্চে। কিন্তু, পূর্ণদৈর্ঘ্যের ছবির ক্ষেত্রে তেমন বড় একটা দেখা যায় না। প্রেক্ষাগৃহে সে অর্থে ‘না চলা’ ছবি মুক্তির জায়গা হতেই পারে ইউটিউব। পুরনো বাংলা ছবির ইউটিউব দর্শকের সংখ্যা মন্দ নয়। এখন দেখা যাক, পূর্ণদৈর্ঘ্যের ‘নতুন’ ছবির ইউটিউব-ভাগ্য কেমন দাঁড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement