pavel

পুত্রসন্তানের প্রথম ছবি প্রকাশ করলেন পরিচালক পাভেল

কিন্তু ছেলের এমন নাম কেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২০ ১৭:১২
Share:

ছেলে সুফিকে নিয়ে পাভেল এবং স্মৃতি

বাবা হলেন পরিচালক পাভেল। তবে, খুব সম্প্রতি নয়। গত ২০ সেপ্টেম্বর ‘রসগোল্লা’-র পরিচালক পুত্রসন্তানের বাবা হয়েছেন। এত দিন সোশ্যাল মিডিয়ায় বা সকলের সামনে ছেলের ছবি বা ছেলেকে নিয়ে কিছু পোস্ট করেননি পাভেল। আনন্দবাজার ডিজিটালকে প্রথম দিলেন ছেলের ছবি। পুত্রসন্তানের নাম রাখা হয়েছে সুফি স্মৃতি পাভেল।

Advertisement

কিন্তু ছেলের এমন নাম কেন?

“আমি আর আমার স্ত্রী স্মৃতি হিন্দু ব্রাহ্মণ। তবে আমি নিজে কোনও দিন পদবী ব্যবহার করিনি। আমি আর স্মৃতি কেউ চাইনি আমাদের ছেলের ক্ষেত্রেও সেটা হোক। দেশ জুড়ে সাম্প্রতিক অস্থির অবস্থা চলছে। ধর্ম আর পদবী নিয়ে রাজনীতির খেলা চলছে। এই জায়গা থেকে ছেলের নাম খুঁজতে গিয়ে মনে হল ‘সুফি’ নামটা রাখি। ওর মায়ের নাম স্মৃতি আর আমি পাভেল। সব মিলিয়ে ওর নাম হল সুফি স্মৃতি পাভেল,” বললেন পাভেল। ছবি থেকে ছেলের নাম সব কিছুতেই যেন ভিন্ন চিন্তার ছাপ রেখে যাচ্ছেন তিনি।

Advertisement

ছবি থেকে ছেলের নাম সব কিছুতেই যেন ভিন্ন চিন্তার ছাপ রেখে যাচ্ছেন তিনি

পাভেলের বিশ্বাস, এই নাম নিয়ে ছেলের ভবিষ্যতে কোনও অসুবিধা হবে না। ‘বালা’ ছবির গল্পকার পাভেল ছেলের এই নামকরণের মধ্য দিয়েই হয়তো চাইছেন, ভবিষ্যতে অন্য বাবা-মায়েরাও ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধে উঠে তাঁদের সন্তানের নামকরণের মধ্য দিয়ে সমাজকে নতুন দিশা দেখান।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় মেয়েকে নিয়ে কদর্য ট্রোলিং, মুখ খুললেন কাজল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement