(বাঁদিক থেকে) 'মহরত 'ছবির দৃশ্যে দেবলীনা দত্ত ও ঋত্বিকা সেন। ছবি: সংগৃহীত।
ছবির শুটিং চলছে। ফ্লোরে ব্যস্ততা। তার মাঝেই দুঃসংবাদ। পর পর দু’জন নায়িকা খুন হয়ে যান। তদন্তে নামে পুলিশ। সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমে শুরু হয় চর্চা। চাপের মুখে এক সময় তদন্ত চলে যায় সিআইডি-র হাতে। ঘনীভূত রহস্যের প্রেক্ষাপটে তাঁর নতুন ছবিটি তৈরি করেছেন পরিচালক আতিউল ইসলাম। ছবির নাম ‘মহরত’।
ছবিতে খুন হয়ে যাওয়া এক নায়িকা অপর্ণার চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। এ ছাড়াও ছবিতে এক জন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিকা সেন। এর আগে ‘কিশলয়’ ও ‘ফতেমা’র মতো ছবি পরিচালনা করেছেন আতিউল।
নতুন ছবিটি প্রসঙ্গে পরিচালক বললেন, ‘‘সিনেমা জগতের প্রেক্ষাপটে একটি থ্রিলার, এই ভাবেই গল্পটা ভেবেছি।’’ তবে একই সঙ্গে পরিচালক জানালেন, তাঁর ছবিতে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও রয়েছে। আতিউলের কথায়, ‘‘বাঙালি দর্শকের একটা বড় অংশ থ্রিলার পছন্দ করেন। কিন্তু এই ছবিতে সব মিলিয়ে আরও অনেককিছু রয়েছে। ছবিটি দেখলে দর্শক তা বুঝতে পারবেন।’’
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিশ্বরূপ বিশ্বাস, হিয়া রায়, মীর, অনিন্দিতা সোম, ঋষিরাজ। সিআইডি অফিসারের চরিত্রে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন রজতাভ দত্ত। ছবির সম্পূর্ণ শুটিং হয়েছে মুর্শিদাবাদে। পরিচালকের আশা ছবিটি চলতি বছরে মুক্তি পাবে।