‘রান্নাবাটি’ ছবিতে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের লুক। ছবি: সংগৃহীত।
পরিচালক প্রতিম ডি’গুপ্তের নতুন ছবি ‘রান্নাবাটি’র শুটিং চলছে শহরে। এর আগে জানা গিয়েছিল, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার এবং অনির্বাণ চক্রবর্তী। বৃহস্পতিবার এই ছবির শুটিংয়ে যোগ দিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়।
ছবিতে সুপ্রিয়ার চরিত্রে অভিনয় করছেন শোলাঙ্কি। অভিনেত্রীকে কেন নির্বাচন করলেন? প্রতিম বললেন, ‘‘সম্প্রতি বেশ কয়েকটা ছবিতে ওর অভিনয় আমার পছন্দ হয়েছে। তা ছাড়া ওর মুখের মধ্যে একটা স্নিগ্ধতা রয়েছে। সেই ভাবনা থেকেই ওকে বেছে নিয়েছি।’’ ছবির মুখ্য চরিত্রাভিনেতাদের নাম আগেই প্রকাশ্যে এসেছে। শোলাঙ্কির ক্ষেত্রে দেরি কেন? প্রতিমের কথায়, ‘‘‘ভাগ্যলক্ষ্ণী’র প্রচারে ও ব্যস্ত ছিল। তার পর ছবির প্রিমিয়ারে শোলাঙ্কির সঙ্গে আলাদা করে কথা বলি। জানতে পারলাম ওরও আমার সঙ্গে কাজ করার খুব ইচ্ছা। তার পর সেই অনুযায়ী কাজটা এগোল।’’ একই সঙ্গে পরিচালক জানালেন, শোলাঙ্কিকে নির্বাচন করা হয়েছে পরে। কিন্তু এই চরিত্রের জন্য শুরু থেকেই তিনি শোলাঙ্কির কথাই ভেবেছিলেন।
গত বছর বড়দিনে মুক্তি পায় প্রতিম পরিচালিত ছবি ‘চালচিত্র’। এ বার পরিচালক পারিবারিক গল্প বলতে ইচ্ছুক। বললেন, ‘‘বাবা-মেয়ের সম্পর্কের পাশাপাশি প্রেমও রয়েছে। আবার এখানে খাবারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’’ পরিচালক জানালেন, মার্চ মাসের প্রথম ভাগ পর্যন্ত চলবে ‘রান্নাবাটি’র শুটিং।