Rashmika Mandanna

‘আমি একজন সাধারণ মানুষ!’ ‘অ্যানিম্যাল’-এর শুটিংয়ে রণবীরের কোন কাজে কেঁদেছিলেন রশ্মিকা?

সেই সময় শুটিং চলছিল না। পর্দার বাইরে রণবীর কপূর এমন কী ঘটিয়েছিলেন যে কেঁদে ফেলেন রশ্মিকা মন্দানা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪০
Share:
কেন রণবীরের কারণে চোখে জল এসেছিল রশ্মিকার?

কেন রণবীরের কারণে চোখে জল এসেছিল রশ্মিকার? ছবি: সংগৃহীত।

‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্যপট অনুযায়ী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে রশ্মিকা মন্দানার সঙ্গে প্রতারণা করেছেন রণবীর কপূর। হতবাক রশ্মিকার চোখে জল। কিন্তু ছবির শুটিং সেটেও রণবীরের কারণে রশ্মিকার চোখে জল এসেছিল। তবে সেই সময় শুটিং চলছিল না। পর্দার বাইরে রণবীর এমন কী ঘটিয়েছিলেন যে রশ্মিকা কেঁদে ফেলেন?

Advertisement

‘অ্যানিম্যাল’ ছবির শুটিংয়ের সময় জলখাবার পছন্দ হয়নি রশ্মিকার। “খুব বিরক্তিকর জলখাবার ছিল আমার। এই নিয়ে অভিযোগ জানিয়েছিলাম আমি। পরের দিন দেখি রণবীর আমার জন্য বিশেষ জলখাবারের ব্যবস্থা করেছে। কী মিষ্টি! নিজের রন্ধনশিল্পীকে দিয়ে ওই সমস্ত রান্না করিয়েছিলেন তিনি।” শুধু তা-ই নয়। রণবীরের এই উষ্ণ অভ্যর্থনায় কেঁদেও ফেলেছিলেন তিনি। তাঁর মনে হয়েছিল, সেই একই পদ কী ভাবে এত সুস্বাদু হতে পারে!

এর পর কৌতুকমিশ্রিত কণ্ঠে রণবীর বলেন, “কী ব্যাপার? সেই একই বিরক্তিকর খাবার কেন খাচ্ছ তুমি?” উত্তরে রশ্মিকা বলেছিলেন, “তুমি খুব ভাগ্যবান যে একজন দারুণ রন্ধনশিল্পী রয়েছে তোমাদের। আমাদের তো তা নেই।” এর পর রশ্মিকাও রসিকতা করে বলেন, “আমরা তো সাধারণ মানুষ। আমরা তো হায়দরাবাদের রন্ধনশিল্পী রাখতে পারি না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement