Urvashi Rautela controversy

‘ডাকু মহারাজ’ থেকে বাদ পড়ল উর্বশীর সব দৃশ্য? এই সিদ্ধান্তের নেপথ্য কারণ কী

২১ ফেব্রুয়ারি ওটিটি-তে মুক্তি পাবে ‘ডাকু মহারাজ’। খবর ছড়িয়েছে, ওটিটি-র জন্য এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে উর্বশীর সব ক’টি দৃশ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৯
Share:
A source revealed whether Bollywood actress Urvashi Rautela’s all scenes removed from Daku Maharaj

‘ডাকু মহারাজ’ থেকে বাদ গেল উর্বশীর দৃশ্য? ছবি: সংগৃহীত।

‘ডাকু মহারাজ’ ছবিতে অভিনয় করার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না উর্বশী রৌতেলার। প্রথমত, ৬৪ বছর বয়সি অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে জুটি বেঁধে সমালোচিত হন অভিনেত্রী। ছবিতে ‘দাবিড়ি দিবিড়’ গানের সঙ্গে নাচ অশালীন, এই অভিযোগও ওঠে উর্বশীর বিরুদ্ধে। তবে এখানেই শেষ নয়। ছবি মু্ক্তির পর থেকে যে কোনও সাক্ষাৎকারেই উর্বশী কেবল ‘ডাকু মহারাজ’-এর বক্স অফিস সংগ্রহ নিয়ে বড়াই করে গিয়েছেন। অন্য প্রসঙ্গে কোনও প্রশ্ন করা হলেও, তিনি কেবলই নিজের এবং ‘ডাকু মহারাজ’-এর প্রশংসায় মেতেছেন। এই সমস্ত অভিযোগে বার বার বিদ্ধ হয়েছেন উর্বশী।

Advertisement

২১ ফেব্রুয়ারি ওটিটি-তে মুক্তি পাবে ‘ডাকু মহারাজ’। খবর ছড়িয়েছে, ওটিটি-র জন্য এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে উর্বশীর সব ক’টি দৃশ্য। এই খবর ছড়িয়ে পড়তেই নতুন করে চর্চা শুরু হয়। কিন্তু সংবাদমাধ্যমকে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, এই খবর গুজব মাত্র। মোটেই উর্বশীর অভিনীত দৃশ্য এই ছবি থেকে বাদ দেওয়া হয়নি। বড় পর্দায় যা যা দেখানো হয়েছে, ঠিক তা-ই দেখা যাবে ওটিটিতেও। সূত্রের দাবি, সম্ভবত ছবির প্রচারের কথা মাথায় রেখেই নাকি এমন খবর ছড়ানো হয়।

যদিও ‘ডাকু মহারাজ’-এর ওটিটি পোস্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল উর্বশীর ছবি। তার পর থেকেই আরও বেশি করে জল্পনা শুরু হয় ছবিতে তাঁর দৃশ্যের উপস্থিতি নিয়ে। যদিও এই প্রসঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম অথবা নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি আসেনি। ‘ডাকু মহারাজ’ ছবিতে উর্বশী ও নন্দমুরি ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, প্রজ্ঞা জয়সওয়াল এবং শ্রদ্ধা শ্রীনাথ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement