Rupsha Mukhopadhyay

‘নতুনদের অডিশন নেওয়া হলেও সুযোগ পান পরিচিতেরাই’, রূপসা কি হতাশ? উত্তর দিলেন অভিনেত্রী

চলতি সপ্তাহেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি। তবে টলিপাড়া কি নতুনদের নিয়ে এখনও ছুতমার্গে আক্রান্ত? উত্তর দিলেন রূপসা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২৪ ২০:৩৬
Share:

রূপসা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

২০১৩ সালে টলিপাড়ার আত্মপ্রকাশ। ছ’বছর পর প্রথম ছবি। একের পর এক কাজ করে চলেছেন। কিন্তু রূপসা মুখোপাধ্যায় কি তাঁর কেরিয়ারের গতিপথ নিয়ে খুশি?

Advertisement

চলতি সপ্তাহে মু্ক্তি পাচ্ছে সায়ন বসু চৌধুরী পরিচালিত ছবি ‘নার্ভ’। দুই বোনের জীবনের প্রেক্ষাপটে থ্রিলার। ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন রূপসা। হঠাৎ এ রকম চরিত্রে রাজি হলেন কেন? রূপসা বললেন, ‘‘অভিনেতাদের তো সব ধরনের চরিত্রেই অভিনয় করা উচিত। সেখানে আমি একটু অন্য ধরনের চরিত্রের সন্ধানে ছিলাম। নেগেটিভ চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলাও একটা বড় চ্যালেঞ্জ।’’

‘কে তুমি নন্দিনী’ ছিল রূপসার প্রথম ছবি। সম্প্রতি ‘আবার অরণ্যে দিন রাত্রি’ ছবিতে দর্শক তাঁকে দেখেছেন। কিন্তু ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালকদের ছবিতে তাঁকে দেখা যাচ্ছে না কেন? অভিনেত্রী জানালেন, তিনি চেষ্টা করছেন। কিন্তু কাঙ্ক্ষিত সুযোগ আসছে না। রূপসার কথায়, ‘‘একটা প্রজেক্টে আমার একার সিদ্ধান্তে কিছু হয় না। প্রযোজক থেকে পরিচালক, অনেকের মতামত জুড়ে থাকে।’’ কথা প্রসঙ্গেই রূপসা জানালেন, ইন্ডাস্ট্রিতে তিক্ত অভিজ্ঞতার শিকারও হয়েছেন তিনি। বললেন, ‘‘অডিশনে নির্বাচিত হয়েছি। লুকসেটও হয়েছে। কিন্তু পরে শুনেছি, অন্য কেউ সেই চরিত্রে অভিনয় করছেন।’’

Advertisement

তবে এই ধরনের ঘটনাকে রূপসা ‘ভাগ্যের হাতে’ই ছেড়ে দিতে চাইছেন। ইন্ডাস্ট্রিতে তথাকথিত নতুনদের পাশে দাঁড়াতে কী করা উচিত? রূপসা বললেন, ‘‘নতুনদের আর একটু বেশি সুযোগ দিলে ভাল হয়। সেটা ইন্ডাস্ট্রির জন্যই শুভ ইঙ্গিত। নতুনদের সঙ্গে অডিশন নেওয়া হলেও শেষে সেই পরিচিত চার-পাঁচ জনের মধ্যে থেকেই কেউ সুযোগ পান!’’

সম্প্রতি একটি ওড়িয়া ছবির শুটিং শেষ করেছেন রূপসা। তাঁর কথায়, ‘‘বাংলার বাইরে কাজ করে দেখলাম ওঁরা নতুনদের অনেক বেশি আপন করে নেন।’’

এই মুহূর্তে রূপসা ‘জন্নত’ ছবির শুটিংয়ে ব্যস্ত। জানালেন, নতুন কাজ নিয়েও কথাবার্তা চলছে। তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত সে প্রসঙ্গে মুখ খুলতে নারাজ অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement