Rituparna Sengupta

হাসপাতাল থেকে কিছুতেই ছাড়া পাচ্ছেন না ঋতুপর্ণার মা, বিমা সংস্থার বিরুদ্ধে অভিযোগ পরিবারের

ডাক্তার ছুটি দিয়েছেন। কিন্তু বিমা সংস্থার গাফিলতিতে মাকে বাড়ি নিয়ে যেতে পারছেন না ঋতুপর্ণা সেনগুপ্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০০
Share:

ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মেডিক্লেম সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনলেন অভিনেত্রী। ঋতুপর্ণার মা নন্দিতা সেনগুপ্ত ২৫ জানুয়ারি থেকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে বৃহস্পতিবার তাঁকে ছুটি দেওয়া হয়। কিন্তু অভিনেত্রীর পরিবারের অভিযোগ, বিমা সংস্থা তাঁদের সঙ্গে অসহযোগিতা করছে। ফলে শুক্রবার দুপুর পর্যন্ত মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে পারেননি ঋতুপর্ণা।

Advertisement

পরিবার সূত্রে খবর, সুগার, উচ্চ রক্তচাপ এবং মূত্রনালির সংক্রমণ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন ঋতুপর্ণার মা। বৃহস্পতিবার ডাক্তার তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেন। কিন্তু হাসপাতালের বিল নিয়ে বিমা সংস্থা পরিবারের সঙ্গে অসহযোগিতা করে চলেছে বলে অভিযোগ। ফলে শুক্রবার বিকাল পর্যন্ত অভিনেত্রীর মাকে বাড়ি নিয়ে যেতে পারেননি ঋতুপর্ণা। অভিনেত্রীর ভাই প্রদীপ্ত সেনগুপ্ত আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘মেডিক্লেম সংস্থা একের পর এক নথি চাইছে। আমরা সব দেওয়ার পরেও বলছে যে ‘ক্যাশলেস’ করা যাবে না। অথচ যা বিল হয়েছে, তাতে পলিসির চুক্তি অনুযায়ী পুরোটাই আমাদের বিমা সংস্থার থেকে পাওয়ার কথা।’’ এরই সঙ্গে তিনি বললেন, ‘‘মায়ের বয়স হয়েছে। উনি বাড়ি যেতে চাইছেন। এ দিকে দু’দিন ধরে আমাদের ঘোরানো হচ্ছে। হাসপাতালের বিলও বাড়ছে। এটা ঠিক নয়।’’

মাকে হাসপাতালে ভর্তি করিয়ে শহরের বাইরে গিয়েছিলেন ঋতুপর্ণা। বৃহস্পতিবার তিনি শহরে ফিরেছেন। শুক্রবার আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে অভিনেত্রী বললেন, ‘‘আমি হাসপাতালেই যাচ্ছি। আমার ভাই রয়েছে ওখানে। ওরা এ রকম কেন করছে বুঝতে পারছি না। আমার ধারণা, আমাদের বিমা এজেন্ট এই ঘটনার সঙ্গে জড়িত।’’

Advertisement

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা জানান, সমস্যাটি বিমা সংস্থার। হাসপাতালের বিরুদ্ধে রোগীর পরিবারের কোনও অভিযোগ নেই। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, যদি বিমা সংক্রান্ত সমস্যা না মেটে, সে ক্ষেত্রে শুক্রবারেই বিল মিটিয়ে মাকে বাড়ি নিয়ে যাবেন ঋতুপর্ণা। পরে তিনি বিমা সংস্থার কাছে টাকা ফেরতের জন্য আবেদন করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement