tollywood

পাহাড়ে ছুটি কাটাতে যাচ্ছেন দিতিপ্রিয়া, সঙ্গে কে?

করোনাকালে সব ধরনের সতর্কতা নিয়েই সপরিবারে দিতিপ্রিয়ার পাহাড় সফর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১২:৫১
Share:

দিতিপ্রায় রায়। (ছবি: সোশ্যাল মিডিয়া)

পাহাড়ে যাচ্ছেন রানিমা। পড়াশোনা আর শ্যুটের ব্যস্ততাকে দূরে রেখে দিতিপ্রিয়া খোলা আকাশের নীচে। আনন্দবাজার ডিজিটালকে বললেন, " আড়াইবছর পরে বেড়াতে যাচ্ছি। শ্যুটিং আর পড়াশোনা ছাড়া আর তো কিছুই হয়নি। তার ওপর লকডাউন।"

Advertisement

করোনাকালে সব ধরনের সতর্কতা নিয়েই সপরিবারে দিতিপ্রিয়ার পাহাড় সফর। বরাবর পাহাড় প্রিয় রানিমা জানালেন দার্জিলিং, তাগদা আর ইচ্ছেগাঁও যাবেন তাঁরা। চার দিনের ছোট্ট সফরে অনেক অংইন পরে বাদ পড়বে ইন্দ্রপুরীর স্টুডিয়োর চেনা রাস্তা। কিন্তু কলকাতা ফিরে ২৯ ডিসেম্বর থেকেই আবার শ্যুটিং ফ্লোরে।

পালাবাদল ঘটছে ইতিহাসনির্ভর ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’তেও। গদাধরের নিষ্ঠা, ভক্তির জোরে ভবতারিণী মায়ের মন্দিরের নাম আস্তে আস্তে শহর কলকাতা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে দূরদূরান্তে। গদাধরের মাধ্যমে রানি রাসমণির নামও জানছেন সবাই। এ বার গদাধরের জীবনে পা রাখতে চলেছেন সারদামণি।

Advertisement

আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রিতে বৈষম্য রয়েছে’, বললেন কৈলাস খের

মা সারদাকে গদাধর দেখেছিলেন বালিকা অবস্থায়। তখনই তিনি দৈব বলে জেনেছিলেন জয়রামবাটীর এই বালিকা ভবিষ্যতে স্ত্রী রূপে তাঁর সাধন সঙ্গিনী হবেন।পাহাড় থেকে ফিরে নতুন উদ্যোগে কাজে নামবেন দিতিপ্রিয়া রায়। তাঁর দর্শকদের মতোই নতুন ছবি 'অভিযাত্রিক' -এর মুক্তির অপেক্ষায় তিনি।

আরও পড়ুন: বিবাহবন্ধনে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement