Tapas Paul

প্রথম শটেই সব কিছু কেমন সহজ করে দিয়েছিলেন তাপসদা: পায়েল

জাস্ট মানতে পারছি না। মনে হচ্ছে অভিভাবক হারালাম।

Advertisement

পায়েল সরকার

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৫
Share:

‘আই লাভ ইউ’ ছবিতে পায়েলের দাদার ভূমিকায় তাপস।

সময়টা ২০০৬ বা ২০০৭। ‘আই লাভ ইউ’ ছবির শুটিং চলছিল। আরাকু ভ্যালিতে। আমার প্রথম শট-টাই ওঁর সঙ্গে। আমি তো বেশ টেনশনে। একে তো আমার প্রথম বড় ব্রেক! সঙ্গে রবি কিনাগীর মতো বড় পরিচালক! এতেই শেষ নয়, উল্টোদিকের অভিনেতা তাপস পাল।

Advertisement

ঠিক এমন সময়েই পাশে দাঁড়ান সুদর্শন মানুষটি। আউটডোরে এসেই সব কিছু এমন ভাবে সহজ করে দিলেন যে আমি ভুলেই গেলাম, আমি ‘তাপস পাল’-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করছি। আর অদ্ভুত ভাবে শট-ও ‘ওকে’ হয়ে গেল। খেয়াল করে দেখলাম, এমনিতে চুপচাপ মানুষ। অথচ সেটে একদম আলাদা। দারুণ মজা করতেন। ‘আই লাভ ইউ’ ছবিতে আমার দাদা হয়েছিলেন উনি। বাস্তবেও ‘হি ওয়াজ লাইক আ বিগ ব্রাদার টু মি’। কেরিয়ারের শুরু সে সময়। কিচ্ছু বুঝতাম না জানেন, কী ভাবে ক্যামেরা ফেস করতে হয়, কী ভাবে শট দিতে হয়, টেকনিকাল জিনিসের খুঁটিনাটি...সব কিছু হাতে ধরে শিখিয়েছিলেন তাপস দা।

জাস্ট মানতে পারছি না। মনে হচ্ছে অভিভাবক হারালাম।

Advertisement

আরও পড়ুন-‘উত্তমকুমারের পর অন্যতম সেরা অভিনেতা তাপসদা’, স্মৃতিচারণায় রচনা

আরও পড়ুন-কলকাতায় ফেরা হল না, মুম্বইয়ে জীবনাবসান তাপস পালের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement