Rohaan Bhattachrjee

‘ভাসান বাপি’ থেকে শিবের চরিত্র! দুই বিপরীত মেরুতে অবস্থান প্রসঙ্গে কথা বললেন রোহন

মহালয়ার অনুষ্ঠানে শিবের চরিত্রে অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য। এই চরিত্র নিয়ে আশাবাদী অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৫
Share:

মহালয়ার অনুষ্ঠানে শিবের চরিত্রে অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

ওই প্রথম বাংলায় ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হয়েছে মহালয়ার অনুষ্ঠান। ‘মহিষাসুরমর্দিনী’ শীর্ষক এই অনুষ্ঠানে শিবের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। শোনালেন চরিত্রের নেপথ্য ভাবনা।

Advertisement

টিজ়ারে মহাদেবের চরিত্রে রোহনের লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। কেমন সাড়া পাচ্ছেন তিনি? রোহন বললেন, ‘‘খুব ভাল। সমাজমাধ্যমে অনেকেই লেখালিখি করছেন। পরিচালকও (সায়ন্তন মুখোপাধ্যায়) চরিত্রটা নিয়ে আশাবাদী।’’ রোহন জানালেন এর আগেও ছোট পর্দার জন্য তাঁর কাছে মহাদেবের চরিত্রের প্রস্তাব এসেছে। কিন্তু, তিনি রাজি ছিলেন না। কেন? রোহন বললেন, ‘‘আমি নিজে শিবের ভক্ত। বাড়িতেও নিয়মিত পুজো হয়। কিন্তু, আমি তৈরি ছিলাম না। গত এক বছর নিয়মিত শরীরচর্চা করছি। বাবার মুখে এবং ‘শিব পুরাণ’ পড়ে ঠাকুরের যে বর্ণনা শুনেছি, তাতে তাঁকে সুপুরুষ মনে হয়েছে। সেই সুঠাম চেহারা আমি তৈরি করতে পেরেছি। তাই এ বার রাজি হয়ে গেলাম।’’

এই সিরিজ়ে রোহন কিন্তু শুরুতে মহিষাসুরের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। জানালেন, চরিত্রটিকে তাঁর আকর্ষণীয় মনে হয়। কিন্তু শেষ পর্যন্ত পরিচালকের পরামর্শে মহাদেবের চরিত্রেই তাঁকে দেখবেন দর্শক। সিরিজ়ে মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। পছন্দের চরিত্র হাতছাড়া হওয়ায় অবশ্য কোনও আক্ষেপ নেই রোহনের। বললেন, ‘‘আমরা খুব ভাল বন্ধু। দেবপ্রিয় ডাবিং শেষ করেই আমাকে ফোন করে প্রশংসা করেছিল।’’

Advertisement

উল্লেখ্য, ছোট পর্দার একটি সঙ্গীত রিয়্যালিটি শোয়ে ‘ভাসান বাপি’ নামের একটি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান রোহন। বর্তমানে অন্য একটি শোয়ে একই চরিত্রে অভিনয় করছেন তিনি। রোহনের কথায়, ‘‘জনপ্রিয় না হলে চ্যানেল চরিত্রটিকে নিশ্চয়ই ফিরিয়ে আনত না।’’ এ থেকে বোঝাই যায়, দর্শকের কাছে রোহন অভিনীত ‘ভাসান বাপি’ চরিত্রটি খুব জনপ্রিয়। তার সঙ্গে মহাদেব। দুই বিপরীত মেরুর চরিত্র নিয়ে কী ‌ভাবছেন তিনি। রোহন বললেন, ‘‘অভিনেতার কাছে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব শ্রেণির দর্শকের কাছে পৌঁছনোর সুযোগ থাকে। তবে ‘ভাসান বাপি’ চরিত্রটার জন্য কিন্তু আমি এখনও প্রচুর প্রশংসা পাই।’’

দার্জিলিঙে ছুটি কাটিয়ে রবিবার শহরে ফিরেছেন রোহন। আগামী ২ অক্টোবর মহালয়ার দিন ওটিটিতে ‘মহিষাসুরমর্দিনী’ সম্প্রচারের পর দর্শকের প্রতিক্রিয়া জানার জন্য মুখিয়ে রয়েছেন অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement