soumitro chattopadhyay

Bela Shuru: প্রেম দিবসে নন্দিতা-শিবুর ঘোষণা, ভালবাসা অফুরন্ত! বেলাশেষেও তাই ‘বেলাশুরু’ হয়

২৪ মে স্বাতীলেখার জন্মদিন, সেই দিনের উপহার হিসেবেই ২০ তারিখ মুক্তি পেতে চলেছে ‘বেলাশেষে’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৫
Share:

ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে সৌমিত্র-স্বাতীলেখাকে

খোলা জানালা। সেই জানলা দিয়ে বসন্ত বাতাসের অবাধ আনাগোনা! পয়লা ফাল্গুনে।
প্রেম দিবসের এক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের নতুন ধারার প্রেমের গল্প ‘বাবা বেবি ও...’। ‘ভ্যালেনটাইন্স ডে’-তে আরও একমুঠো ভালবাসার খবর ছড়িয়ে দিলেন প্রযোজক-পরিচালক নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ২০ মে মুক্তি পাচ্ছে তাঁদের বহু প্রতীক্ষিত ছবি ‘বেলাশুরু’। আনন্দবাজার অনলাইনকে শিবপ্রসাদ বললেন, ‘‘নতুন একটি দশক। তাকে আবাহন জানানোর সুযোগ পাচ্ছি সৌমিত্র চট্টোপাধ্যায়-স্বাতীলেখা সেনগুপ্তের ছবি দিয়ে। সত্যিই যেন নতুন বেলা শুরু হতে চলেছে।’’

Advertisement

সৌমিত্র-স্বাতীলেখার পড়ন্ত বেলার প্রেমই ছবির আকর্ষণ। ছবির প্রথম ঝলক দেখিয়েছে, কত ভালবাসায়, যত্ন নিয়ে সৌমিত্র আঁচড়ে দিয়েছেন স্বাতীলেখার চুল! তাঁদের সেই ভালবাসাকে ঘিরে থাকবেন উইন্ডোজ প্রোডাকশনের ২০১৫-র ছবি ‘বেলাশেষে’র তারকারাই। ঋতুপর্ণা সেনগুপ্ত, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মনামী ঘোষ, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ। সবচেয়ে বড় পাওয়া, এই ছবিতেই প্রথম স্বাতীলেখার সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন তাঁর বাস্তব জীবনসঙ্গী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। চিত্রনাট্যের দাবিতে তিনি প্রয়াত অভিনেত্রীর ছেলেবেলার ভাললাগা! গানের দায়িত্বে অনুপম রায়।

কথায় কথায় পরিচালক জুটির অন্যতম শিবপ্রসাদ আরও জানিয়েছেন, তাঁদের খুব ইচ্ছে ছিল সৌমিত্রবাবুর জন্মদিনে ছবিটি মুক্তি পাবে। অতিমারি সেই আশায় জল ঢালে। ২৪ মে প্রয়াত অভিনেত্রীর জন্মদিন। সেই দিনের উপহার হিসেবেই তাই ২০ তারিখ মুক্তি পেতে চলেছে ‘বেলাশুরু’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement