Mega Serial

Mega Serial: নৃসিংহ প্রসাদ, শিবাশিসের তত্ত্বাবধানে কী ভাবে ছোট পর্দায় বন্দি হলেন ‘মীরাবাঈ’?

স্টার জলসায় রোজ রাত ন’টায় ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে দেখা যাবে ‘কৃষ্ণপ্রিয়া’-কে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ২১:৫৮
Share:
Advertisement

সোমবার থেকে ছোট পর্দায় ধরা দিলেন মীরাবাঈ। স্টার জলসায় রোজ রাত ন’টায় ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে দেখা যাবে ‘কৃষ্ণপ্রিয়া’-কে। নাম ভূমিকায় যথাক্রমে আর্শিয়া মুখোপাধ্যায় (ছোট মীরা), দেবাদৃতা বসু (বড় মীরা)। ‘শ্রীকৃষ্ণ’ পরব্ধী সিংহ। দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়, জয়ী দেব রায় সহ একাধিক জনপ্রিয় অভিনেতাকে। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। পর্ব পরিচালক রাজীব বিশ্বাস।

নৃসিংহ প্রসাদ ভাদুড়ি এবং শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে কী ভাবে ক্যামেরাবন্দি হলেন মীরা? তারই নেপথ্য কাহিনি জানাচ্ছে আনন্দবাজার অনলাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement