ফারুকী পরিচালিত ছবিটি বিগত ৪ বছর ধরে মুক্তির অপেক্ষায়। ছবি: সংগৃহীত।
২১ জানুয়ারি জানা গিয়েছিল যে, বাংলাদেশের সেন্সর বোর্ড পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর ছবি ‘শনিবার বিকেল’-এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। খুব তাড়াতাড়ি ছবিটি ওপার বাংলায় মুক্তি পাওয়ার কথা। কিন্তু এখনও সেন্সর বোর্ডের তরফে পরিচালকের কাছে কোনও চিঠি এসে পৌঁছয়নি বলেই জানা যাচ্ছে। সোমবার ফেসবুকে এই প্রসঙ্গে ফারুকী একটি দীর্ঘ পোস্ট করেছেন। লিখেছেন, ‘‘আর দেরি না করে চিঠিটা তাড়াতাড়ি পাঠান। আমরা বাংলাদেশকে আর বিব্রতকর অবস্থায় না ফেলি।’’
এই ছবির প্রেক্ষাপট ২০১৬ সালের ঢাকার গুলশন এলাকার এক বেকারিতে নাশকতামূলক হামলা। কিন্তু বিগত ৪ বছর ধরে ছবিটির মুক্তি আটকে রেখেছিল বাংলাদেশ সরকার। সে দেশের সেন্সর বোর্ডের দাবি ছিল, ছবিটি নাকি দেশের ভাবমূর্তিতে আঘাত করতে পারে। অথচ মস্কো-সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই পুরস্কৃত হয়েছে ‘শনিবার বিকেল’। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হয়। সোমবার পরিচালক বলেন, ‘‘সেন্সর বোর্ডের কোনও আপত্তি নেই। শুধু একটা ডিসক্লেমার এবং ট্রিবিউট দিয়ে ছবিটা রিলিজ় করা যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয়, ৭ দিনেরও বেশি হয়ে গেল। এখনও আমরা কোনও চিঠি হাতে পাইনি।’’
‘শনিবার বিকেল’ ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।
এ দিকে চলতি সপ্তাহে ভারতে মুক্তি পাচ্ছে হংসল মেহতা পরিচালিত ছবি ‘ফরাজ়’। লক্ষণীয়, ফারুকী এবং হংসলের ছবির প্রেক্ষাপট এক। নিজের পোস্টে সে কথা উল্লেখ করে ফারুকী লিখেছেন, ‘‘ওদিকে ‘ফরাজ়’ রিলিজ় হচ্ছে ৩ তারিখ। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ‘শনিবার বিকেল’ মুক্তির দিকে, ‘ফরাজ়’-এর সঙ্গে একই দিন বা এক ঘণ্টা আগে হলেও হয়।’’
বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে ‘শনিবার বিকেল’ মুক্তির পক্ষে সরব হয়েছেন ফারুকী। আদায় করেছেন বাংলাদেশের বিশিষ্টদের এক বড় অংশের সমর্থন। তার পরেও এতটা ‘ধীরে চলো’ নীতি ভাবাচ্ছে পরিচালককে। ‘ফরাজ়’-এর মতো ছবির মুক্তি কি তাঁর ছবি মুক্তির পথ প্রশস্ত করল? ফারুকী বললেন, ‘‘আমি বলতে পারব না। কারণ এখনও আমার ছবিটা মুক্তি পায়নি। হংসল আমার বন্ধু। সে তার ছবিটা রিলিজ় পারছে বলে আমি অত্যন্ত খুশি।’’ সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘আমার দেশে ঘটে যাওয়া ঘটনার প্রক্ষাপটে তৈরি একটা ছবির মুক্তির তারিখ বলতে পারছি না, সেটা আমার কাছে খুবই বেদনাদায়ক।’’
‘শনিবার বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ় তিশা, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ। ফারুকীর কথায়, ‘‘আমি কিন্তু ঘটনাটি থেকে অনুপ্রেরণা নিয়েছি, ঘটনার পুনর্নির্মাণ করিনি। তার পরেও ভুগছি।’’ আপাতত ‘শনিবার বিকেল’-এর মুক্তির দিনক্ষণ কবে প্রকাশ্যে আসে, সেটাই দেখার।