বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। ছবি: সংগৃহীত।
শুক্রবার বাংলাদেশ মুক্তি পেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ (মুজিব: দ্য মেকিং অফ আ নেশন) ছবিটি। বৃহস্পতিবার ঢাকায় এই ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিলেন ছবির অভিনেতা এবং কলাকুশলীরাও।
প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, তাই স্বাভাবিক ভাবেই ঢাকার ন্যাশনাল ফিল্ম আর্কাইভে ছবি দেখতে ভিড় জমেছিল। ভিড় হয়েছিল পাশ্ববর্তী এলাকাতেও। এমনিতে সন্ধ্যায় ঢাকার যানজট নিয়ে অনেক কথাই শোনা যায়। বৃহস্পতিবার সঠিক সময়ে প্রিমিয়ারে পৌঁছতে অভিনব পন্থা নিলেন ছবির অভিনেত্রী নুসরত ফারিয়া। এই ছবিতে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন।
অভিনেত্রী নুসরত ফারিয়ার ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: সংগৃহীত।
সন্ধ্যায় ছবির প্রিমিয়ারে পৌঁছতে মোটরবাইকে সওয়ার হলেন ফারিয়া। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় মুখে কাপড় ঢাকা দিয়ে বাইকে চেপেছেন। সঙ্গে লিখেছেন, ‘‘এই ভাবে আমি প্রিমিয়ারে পৌঁছেছি।’’ অভিনেত্রীর পোস্ট করা সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি।
এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করে হলে ফারিয়া হেসে বলেন, ‘‘ডিজ়াইনার পোশাক পরে শেষে গাড়ি থেকে নেমে বাইকে গিয়ে বসলাম। তা না হলে সময় মতো পৌঁছতে পারতাম না।’’ একই সঙ্গে অভিনেত্রী জানালেন, জীবনে এই প্রথম এ রকম ভাবে তিনি কোনও ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন।
সমাজমাধ্যমের পাতায় প্রিমিয়ারে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন ফারিয়া। এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে এর আগে আনন্দবাজার অনলাইনকে ফারিয়া বলেছিলেন, ‘‘জানার পর নিজেকে আমার দেশের সব থেকে সৌভাগ্যবান মানুষ মনে হয়েছিল। কারণ, এর আগেও কেউ কখনও পর্দায় ওঁর চরিত্রে অভিনয় করেননি। ভবিষ্যতে কেউ করবেন কি না, সেটাও জানি না।’’