বিশ্ব ক্রিকেট শাসন করবে বাংলাদেশ: অমিতাভ

বাংলাদেশের তরুণ ব্রিগেডকে তিনি যতই দেখছেন, ততই নাকি মুগ্ধ হচ্ছেন। বিশ্বের যে প্রান্তেই মাশরফিরা খেলুন না কেন, সেই ম্যাচ তিনি দেখবেনই। ভবিষ্যদ্বাণী করলেন, কয়েক বছরের মধ্যেই বিশ্ব ক্রিকেট শাসন করবে বাংলাদেশ। সাকিব-মাশরফিদের এই নতুন ফ্যান আর কেউ নন, স্বয়ং বিগ বি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ১২:৫৩
Share:

বাংলাদেশের তরুণ ব্রিগেডকে তিনি যতই দেখছেন, ততই নাকি মুগ্ধ হচ্ছেন। বিশ্বের যে প্রান্তেই মাশরফিরা খেলুন না কেন, সেই ম্যাচ তিনি দেখবেনই। ভবিষ্যদ্বাণী করলেন, কয়েক বছরের মধ্যেই বিশ্ব ক্রিকেট শাসন করবে বাংলাদেশ। সাকিব-মাশরফিদের এই নতুন ফ্যান আর কেউ নন, স্বয়ং বিগ বি।

Advertisement

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাতকারে অমিতাভ বলেন, “যে প্যাশান নিয়ে মুস্তাফিজুর, সাকিবরা বাইশ গজে নামছেন, তাতে মোহিত হয়ে যেতে হয়। এই ভাবে খেললে সে দিন আর বেশি দেরি নেই, যে দিন বিশ্ব ক্রিকেট শাসন করবে বাংলাদেশ।” আইপিএলের দৌলতে সাকিবের খেলা দেখেছেন আগেই। “অসাধারণ খেলে এই ছেলেটা। এত বছর ধরে দেশের সেরা পারফর্মার। দলের প্রয়োজনে বল, ব্যাট সব কিছু দিয়েই পারফর্ম করতে তৈরি।”— বললেন বিগ বি। সিনিয়র বচ্চন উচ্ছ্বসিত মুস্তাফিজুরকে নিয়েও। “কী অসাধারণ বল করে ছেলেটা। আর কী প্যাশান ওর চোখেমুখে। ভবিষ্যতের তারকা হওয়ার যাবতীয় রসদ রয়েছে ওর মধ্যে।”— মত অমিতাভের।

এ দিন পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশকে শুভেচ্ছাও জানিয়েছেন অমিতাভ। কাজের ফাঁকে খেলা দেখবেন বলেও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই নতুন ফ্যান।

Advertisement

আরও পড়ুন:
ইডেনে আজ কি খেলছেন মুস্তাফিজুর?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement