খাপের টনক

বিচার ব্যবস্থাকে কটাক্ষ করে তৈরি সামাজিক ব্যঙ্গের ছবি ‘মিস টনকপুর হাজির হো’-কে উত্তরপ্রদেশের মুজফফরনগরে নিষিদ্ধ ঘোষণা করেছে সেখানকার খাপ পঞ্চায়েত। ছবির পরিচালক বিনোদ কাপরি সম্প্রতি এ কথা জানালেন। কাপরির বক্তব্য— এন্টারটেনমেন্ট ট্যাক্স অফিসার সিনেমা হল-মালিকদের ছবিটির ব্যাপারে সাবধান হতে বলেছেন। হল ভাঙচুরের হুমকি দিয়ে কোনও ছবিকে আটকানো যায় না, বক্তব্য কাপরির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০০:০৩
Share:

বিচার ব্যবস্থাকে কটাক্ষ করে তৈরি সামাজিক ব্যঙ্গের ছবি ‘মিস টনকপুর হাজির হো’-কে উত্তরপ্রদেশের মুজফফরনগরে নিষিদ্ধ ঘোষণা করেছে সেখানকার খাপ পঞ্চায়েত। ছবির পরিচালক বিনোদ কাপরি সম্প্রতি এ কথা জানালেন। কাপরির বক্তব্য— এন্টারটেনমেন্ট ট্যাক্স অফিসার সিনেমা হল-মালিকদের ছবিটির ব্যাপারে সাবধান হতে বলেছেন। হল ভাঙচুরের হুমকি দিয়ে কোনও ছবিকে আটকানো যায় না, বক্তব্য কাপরির।
ছবিটিকে ঘিরে কেন এমন বিতর্ক?
এক গ্রামে এক যুবকের এক মোষের সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে মামলা। তাকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির চিত্রনাট্য। একে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে খাপ পঞ্চায়েত ক্ষমতার অপব্যবহার করছে বলে কাপরির মত। ‘মিস টনকপুর হাজির হো’ মুক্তি পাওয়ার কথা শুক্রবার। এতে অভিনয় করছেন অন্নু কপূর, ওম পুরি, রবি কিষণ, হৃষিতা ভট্ট প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement