Sreeja Dutta

‘প্রচারের আলোর থেকে আমার কাছে পড়াশোনা বেশি গুরুত্বপূর্ণ’, মত দেবের সহ-অভিনেত্রী সৃজার

‘বাঘা যতীন’ ছবিতে দর্শকের নজর কেড়েছিলেন। অভিনয় করেছেন ‘টেক্কা’য়। পড়াশোনার সঙ্গেই তাল মিলিয়ে অভিনয় চালিয়ে যাচ্ছেন সৃজা দত্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ১৯:৫৫
Share:

অভিনেত্রী সৃজা দত্ত। ছবি: ইনস্টাগ্রাম।

তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। তবে ছোট থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। গত বছর হঠাৎ করেই সিনেমায় সুযোগ। তা-ও আবার দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ ছবিতে। প্রায় এক বছর হতে চলল, কেরিয়ারকে কী ভাবে দেখছেন অভিনেত্রী সৃজা দত্ত?

Advertisement

‘বাঘা যতীন’ ছবিতে দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন সৃজা। এই সুযোগ তাঁর জীবন কতটা বদলেছে? সৃজা হেসে বললেন, ‘‘অনেকটাই। কাজের প্রস্তাব আসতেই থাকে। তবে, আমি খুব একটা তাড়াহুড়ো করতে চাই না।’’

সৃজা যে কেরিয়ারের জল মেপে চলতে চাইছেন, তার নেপথ্যে অবশ্য অন্য কারণও রয়েছে। তিনি এখন দ্বিতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনা শেষ হতে এখনও দু’বছর। অভিনেত্রীর কথায়, ‘‘আমি নিয়মিত ক্লাস করি। তা না হলে তো পরীক্ষা দিতে পারব না। তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে অভিনয় চালিয়ে যাচ্ছি।’’

Advertisement

কথা প্রসঙ্গেই সৃজা জানালেন, পড়াশোনার চাপে তাঁকে অনেক অভিনয়ের প্রস্তাবই ফিরিয়ে দিতে হচ্ছে। কলেজের শেষের বছরগুলোয় চাপ বেশি থাকে। অভিনেত্রী জানালেন, দেবও নাকি তাঁকে মন দিয়ে আগে পড়াশোনা শেষ করার পরামর্শ দিয়েছেন। তার পর পুরোপুরি অভিনয়ে মনোনিবেশ করতে বলেছেন। অল্প বয়সে প্রচারের আলোয় চলে এলে অনেকেই পড়াশোনাকে আর গুরুত্ব দিতে চান না। সেখানে একের পর এক কাজের সুযোগ হাতছাড়া হচ্ছে বলে কোনও আক্ষেপ নেই সৃজার। স্পষ্ট বললেন, ‘‘লাইমলাইটের থেকেও কাজ এবং পড়াশোনা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’’

সৃজা ছোট থেকেই ভাল ছাত্রী। জানালেন, তাঁর মা পেশায় চিকিৎসক বলেই ছোট থেকে তিনিও এই পেশাতেই আসতে চাইতেন। কিন্তু চিকিৎসকের পরিবর্তে অভিনেত্রী। এই পট পরিবর্তনকে কী ভাবে দেখছেন তিনি? সৃজার কথায়, ‘‘বন্ধুরাও আমার এই বদলটা দেখে চমকে গিয়েছিল। তবে ওরা সব সময়েই পাশে থাকে।’’ এরই মধ্যে সময় করে বিজ্ঞাপন এবং অন্যান্য ছোট ছোট কাজ করেছেন সৃজা। তাঁর কাছে সিরিয়ালের প্রস্তাবও এসেছে। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘টেক্কা’ ছবিতে অভিনয় করেছেন সৃজা। ইতিমধ্যেই ডাবিং শেষ করেছেন। ছবিতে দেব রয়েছেন বলেই কি তিনি রাজি হলেন? সৃজা বললেন, ‘‘অবশ্যই। পাশাপাশি, রুক্মিণীদি (রুক্মিণী মৈত্র) ও স্বস্তিকাদিও (স্বস্তিকা মুখোপাধ্যায়) রয়েছেন। এত বড় সুযোগ হাতছাড়া করতে চাইনি।’’ সেই সঙ্গে সৃজা জানালেন, ‘টেক্কা’র শুটিংয়ের সময়ে সিমেস্টার শেষ হয়েছিল বলে শুটিংয়ে সময় দিতে পেরেছিলেন তিনি। ‘টেক্কা’ ছবিতে তাঁর চরিত্র? না, এ প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করতে নারাজ অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement