(বাঁ দিকে) র্যাপার বাদশা। দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
ভারতীয় র্যাপ সঙ্গীত তারকা বাদশার উপর চটে লাল দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর ভক্তরা। এই ভক্তগোষ্ঠী বিশ্ব জুড়ে নিজেদের ‘বিটিএস আর্মি’ বলে পরিচয় দেন। কেন তাঁরা এত রেগে গেলেন বাদশার উপর?
সমস্যার সূত্রপাত ‘ইসসা ভাইব’ নিয়ে। শাহিদ কপূর অভিনীত ‘ব্লাডি ড্যাডি’ ছবিতে বাদশা সেই নামের একটি গান গেয়েছেন। গানের কথায় আছে, “হায় নি তেরি নখরে, ইয়ে সাচ দিভা, তুঝে হ্যান্ডেল নহি কর সকতা কোয়ি মেরে সিবা/ প্লেলিস্ট বাদ বনি বিটিএস বিবা/হর রাত ভির পিনি হ্যায় তুঝে কিবা...”
‘বিটিএস আর্মি’র মতে ‘কিবা’ শব্দের মানে সুন্দরী নারী। বিটিএস-এর নাম করে এই ধরনের শব্দপ্রয়োগে বিরক্ত অনুরাগীরা।
সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্যই এমন কাজ করেছেন বাদশা, ‘বিটিএস আর্মি’র মত তেমনটাই। বিটিএস অনুরাগীরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যমে।
এক জন লিখেছেন, “বিটিএস-এর কাছে বাদশার মতো গায়ক কিছুই নয়।” এক অনুরাগীর বক্তব্য, “বাদশাকে পছন্দ করি না। সব সময় বিটিএস-এর সঙ্গে আছি।” বিটিএস-কে হিংসে করেন বলেই বাদশার এ হেন কাজ বলেই অনুরাগীদের মত।
আর এক বিটিএস অনুরাগীর বক্তব্য, “বাদশা কখনওই বিটিএস- এর মতো জনপ্রিয় হতে পারবে না বলে এ রকম নিন্দেমন্দ করছে।”
বিটিএস আর্মির অভিযোগ নিয়ে র্যাপার নিজে অবশ্য এখনও পর্যন্ত মুখ খোলেননি।