অকালবোধন

কানাডার ইভান লেভারসেজ আক্রান্ত হয় কঠিন অসুখে। তার শহর ছোট্ট ইভানের মুখে হাসি ফোটাতে নকল ক্রিসমাসের আয়োজন করে। সেই ঘটনায় অনুপ্রাণিত হয়ে সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছেন ‘উমা’। ছবির উমা (সারা সেনগুপ্ত) বাবা হিমাদ্রির (যিশু সেনগুপ্ত) সঙ্গে থাকে বিদেশে।

Advertisement
শেষ আপডেট: ০১ মে ২০১৮ ০০:৩৮
Share:

কানাডার ইভান লেভারসেজ আক্রান্ত হয় কঠিন অসুখে। তার শহর ছোট্ট ইভানের মুখে হাসি ফোটাতে নকল ক্রিসমাসের আয়োজন করে। সেই ঘটনায় অনুপ্রাণিত হয়ে সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছেন ‘উমা’। ছবির উমা (সারা সেনগুপ্ত) বাবা হিমাদ্রির (যিশু সেনগুপ্ত) সঙ্গে থাকে বিদেশে। উমা আসে কলকাতায়, দুর্গাপুজো দেখার ইচ্ছে নিয়ে। ছোটবেলা থেকেই কঠিন রোগে আক্রান্ত সে। উমার মা মেনকার ভূমিকায় সায়ন্তিকা। হিমাদ্রি অসময়ে দুর্গাপুজোর আয়োজন করতে সাহায্য নেয় পরিচালক ব্রহ্মানন্দ চক্রবর্তীর (অঞ্জন দত্ত)। উমা, হিমাদ্রি, ব্রহ্মানন্দ... দেবদেবীদের নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই কি চরিত্রদের নামকরণ? ‘‘দেবতারা সবাই মিলে দুর্গার জন্ম দিয়েছিলেন। এখানেও দুর্গার জন্মের পিছনে রয়েছে নানা মানুষের হাত,’’ বললেন সৃজিত। ব্রহ্মানন্দের দলে রয়েছে মরিয়ম (শ্রাবন্তী)। ভিলেন মহীতোষ শূর অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement