বাবুল সুপ্রিয়।
সদ্যই ‘হামি’-র গান গেয়ে তো সকলকে চমকে দিয়েছেন!
এটা আমার অনেক দিনের দাবি ছিল অনিন্দ্যর (চট্টোপাধ্যায়) কাছে। আমরা তো আর আজকের বন্ধু নই। সেই স্কটিশের সময় থেকে। তখন আমি, উপল, অনিন্দ্য ফেস্টে গান গেয়ে বেড়াতাম। একবার যাদবপুরেই ফেস্টে আমরা থার্ড হয়ে গেলাম। ফার্স্ট আর সেকেন্ডের প্রাইজ আছে। দেখলাম থার্ডে কিচ্ছু নেই। ওরাও বেজায় চটেছে। কী করি? ইউনিয়ন রুমে চলে গেলাম। আমি তখন ফেস্টে গান গাই, বেশ একটা কেত হয়েছে!
কেত না ক্রেজ?
প্রশ্নটা করতেই চলে পাশ থেকে মহিলার আওয়াজ পাওয়া গেল। বাবুল সহাস্যে বললেন, ‘‘আমার বউ প্রচুর শপিং করেছে, সেগুলো সব আমায় দেখে মন্তব্য করতে হবে।’’
বউকে জানালেন, সাক্ষাৎকার দিয়েই আসছেন তিনি। আর মজা করে বললেন, ‘‘ডার্লিং, তুমহারে লিয়ে হামি।’’
আমার প্রশ্ন ছিল কেত নাকি...
আপনার প্রশ্নের উত্তরে বলি, এটা কেতই।
পাশে বউ আছে বলে কি বলছেন না? আপনার তো তখন থেকেই মহিলা ফ্যান প্রচুর!
আরে কলেজ জমানার কথা সে সব। খুব নস্ট্যালজিক!
ছোট মেয়ের সঙ্গে বাবুল।
বেশ। প্রসঙ্গ বদলাই।‘হামি’-তে গাইতে কেমন লাগল?
দারুণ। খুব অন্যরকম কম্পোজিশন। আমি তো সারাক্ষণ অনুপম, অনিন্দ্যকে বলি, তোরা যদি নিজেরাই সব ভাল গান গাইবি আমরা কবে গাইব? এটা আমার বরাবরের অভিযোগ।
সেই কারণে ‘তিনটে, চারটে, সাতটা, হামি’?
একদম! শিবুর ছবিতে গানের জায়গাটা খুব পরিষ্কার। ও জানে কোথায় কেমন করে গান ব্যবহার করতে হয়। এটা গায়কের ক্ষেত্রে বাড়তি পাওয়া। আর ‘হামি’র এই গানে আমি আর অনিন্দ্য ডুয়েট গাইলাম। সেই পুরনো দিনগুলো যেন ফিরে এল।
রাজনীতির ঝগড়ঝাটিতে হামি দিয়ে কি সব মেটানো যায়?
নাহ্! একেবারেই। হামি রাজনীতিতে চলে না। তবে আমার রোজের জীবনে হামির বিশাল গুরুত্ব আছে।
আরও পড়ুন, রঞ্জিতের মল্লিকের মেয়ে বলে আমায় কোনও স্ট্রাগল করতে হয়নি
সেটা কেমন?
আমাদের মতো মানুষদের রোজ বক্তৃতা দিতে হয় তো, কিন্তু মানুষ লম্বা বক্তৃতা আর শুনতে চান না। তাই রোজ বাড়ি থেকে বেরনোর সময় নিজের বউকে, মেয়েকে হামি দেওয়ার পর আয়নাকে হামি দিই। হামির মানে কিন্তু ‘KISS’, অর্থাৎkeep it short stupid! আশা করি বোঝাতে পারলাম!
হামির গুরুত্ব তো বুঝলাম, কিন্তু মন্ত্রী বাবুলের গানের জগতের অবস্থা কী?
আরে ফাটিয়ে! আমার খাটের পাশে পিয়ানো থাকে। ইচ্ছে হলেই সুর লাগাই। গাড়িতে ড্রাইভ করতে করতে কালই তো গান গাইছিলাম!
তাহলে মেয়ে নিশ্চয়ই বাবার গান শুনে ঘুমোয়?
এই তো প্লেনে এলাম। ওকে কিশোরকুমারের ‘কুঁয়ারা বাপ’ছবির ঘুমপাড়ানি গান ‘আরি আজা নিন্দিয়া’শোনাতে শোনাতে ঘুম পাড়ালাম।গান তো আমার ভেতরের কথা। আমার নিজের! আমি আজকাল এত শব্দের মধ্যে থাকি যে গান ছাড়া বাঁচতে পারব না