Ayushmann Khurrana

প্রভাবশালীর তালিকায় আয়ুষ্মান

বছরচারেক ধরে অন্য ধরনের কনটেন্ট তুলে এনেছেন আয়ুষ্মান, যেগুলো বক্স অফিসে তাঁকে সাফল্য এবং দর্শকের ভালবাসা দুটোই দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ০১:০০
Share:

আয়ুষ্মান খুরানা।

টাইম ম্যাগাজ়িনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন আয়ুষ্মান খুরানা। ভারত থেকে তিনিই একমাত্র অভিনেতা, যিনি এ বছর এই সম্মান পেলেন। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত অভিনেতার পোস্ট, ‘‘আমি এই তালিকার অংশ হতে পেরে গর্বিত।’’ বছরচারেক ধরে অন্য ধরনের কনটেন্ট তুলে এনেছেন আয়ুষ্মান, যেগুলো বক্স অফিসে তাঁকে সাফল্য এবং দর্শকের ভালবাসা দুটোই দিয়েছে। ‘অন্ধাধুন’, ‘ড্রিম গার্ল’, ‘বধাই হো’ এবং ‘আর্টিকল ফিফটিন’— প্রতিটি ছবিতেই ছক ভেঙেছেন তিনি। ‘‘শিল্পী হিসেবে আমি সব সময়ে চেষ্টা করতাম এমন কাজ করতে যা দর্শকের মনে পজ়িটিভ চিন্তাভাবনা আনবে। সমাজে বদল আনার ক্ষমতা কিন্তু সিনেমার রয়েছে। টাইম ম্যাগাজ়িনের এই স্বীকৃতি আমাকে আরও উৎসাহিত করল,’’ বলছেন আয়ুষ্মান। ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্তেরা অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement