Avengers

‘ডিস্কো দিওয়ানে’-র গানে নাচছে ‘অ্যাভেঞ্জার্স’, ভিডিয়ো শেয়ার করলেন খোদ কর্ণ জোহর

ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, ব্ল্যাক প্যান্থার, স্পাইডার ম্যান, থ্যানসের কস্টিউমে কয়েকজন নাচছেন। তাঁদের সঙ্গেই একজন আবার থরের মতো কস্টিউম পরেছেন, তবে তাঁর মুখে আবার আয়রন ম্যানেরমাস্ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৮
Share:

হিন্দি গানে নাচছে 'অ্যাভেঞ্জার্স'। ছবি: টুইটার থেকে নেওয়া।

কর্ণ জোহর যদি অ্যাভেঞ্জার্স বানাতেন তবে কেমন হত? তার একটি নমুনা পাওয়া ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই মিম শেয়ার করলেন খোদ কর্ণ জোহরও।

Advertisement

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, ব্ল্যাক প্যান্থার, স্পাইডার ম্যান, থ্যানসের কস্টিউমে কয়েকজন নাচছেন। তাঁদের সঙ্গেই একজন আবার থরের মতো কস্টিউম পরেছেন, তবে তাঁর মুখে আবার আয়রন ম্যানেরমাস্ক।

সবাই মিলে তাঁরা নাচছেন যে গানে সেটি হল কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’-এর ‘ডিস্কো দিওয়ানে’।

Advertisement

আরও পড়ুন: মিস ইউনিভার্সের বিকিনি রাউন্ডে মঞ্চে পা হড়কালেন পাঁচ সুন্দরী

দেখুন সেই ভিডিয়ো:

প্রথমে যে ভিডিয়োটি বলিউড গুন্ডা নামে একটি ভেরিফায়েড হ্যান্ডলে পোস্ট হয়। সেখানে ভিডিয়োটির সঙ্গে লেখা হয়, ‘যদি কর্ণ জোহর অ্যাভেঞ্জার্স তৈরি করতেন’। কর্ণকে ট্যাগ করা না হলেও ৫ ডিসেম্বরের ভিডিয়োটি চোখে পড়ে তাঁর। পরের দিন কর্ণ সেটি রিটুইট করেন তিনটি স্মাইলি দিয়ে।

আরও পড়ুন: এই ভিডিয়ো দেখে বাড়ির টেবিলে সহজেই চাষ করে ফেলুন পেঁয়াজ

ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় এক লক্ষ ২০ হাজার বার দেখা হয়েছে। প্রচুর মজার কমেন্টও পড়েছে তাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement