সইফই শর্মিলার সঙ্গে ভজনের পরিচয় করিয়ে দেন। ছবি: সংগৃহীত।
সইফের ঘটনায় চর্চায় উঠে এসেছেন মুম্বইয়ের অটোচালক ভজন সিংহ রানা। হামলার রাতে মসিহার মতো আবির্ভাব হয়েছিল তাঁর। মধ্যরাত, শুনশান রাস্তা। সেই সময় ভজন সিংহের অটোরিকশাই ছিল সম্বল। যদিও তিনি জানতেন না, তারকা সইফ আলি খানই রক্তাক্ত অবস্থায় তাঁর অটোরিকশায় এসে বসেছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই জানতে পারেন, তিনি কাকে নিয়ে এসেছেন। সেই রাতের জন্য ভজন সিংহকে বাহবা দিচ্ছেন সকলে। সইফ নিজেও দেখা করেছেন ভজনের সঙ্গে।
ভজনের হাতে পুরস্কারস্বরূপ অর্থ তুলে দেওয়ার পাশাপাশি সইফ কথা দিয়েছেন, যে কোনও প্রয়োজনে তিনি পাশে থাকবেন। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগেই অটোচালকের সঙ্গে দেখা করেন সইফ। অভিনেতাই তাঁকে হাসপাতালে ডেকে পাঠিয়েছিলেন। সে দিনই হাসপাতালে সইফ তাঁর মা অর্থাৎ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে ভজনের পরিচয় করিয়ে দিয়েছিলেন। শর্মিলাকে সঙ্গে সঙ্গে পা ছুঁয়ে প্রণাম করেছিলেন ভজন। বর্ষীয়ান অভিনেত্রীও তাঁকে আশীর্বাদ করেন।
মুম্বইয়ের অটোচালক এই প্রসঙ্গে জানান, সইফ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে পেরে তিনি খুবই আনন্দিত। সেই রাতে যখন সইফকে হাসপাতালে নিয়ে যান ভজন, তখন কোনও ভাড়া চাননি তিনি। সেই সময় টাকা দেওয়ার মতো অবস্থায় ছিলেন না সইফও। তবে সুস্থ হতেই ভজনকে ডেকে ধন্যবাদ জানিয়ে সইফ বলেছিলেন, “সেই রাতে সময়মতো আপনি পৌঁছে দিয়েছেন বলে অনেক ধন্যবাদ।” এর পরেই সইফ নাকি তাঁকে পুরস্কারস্বরূপ ৫০ হাজার টাকা দিয়েছেন।