arjun kapoor

Malaika-Arjun: আগামী বছর কি বিয়ে করবেন মালাইকা এবং অর্জুন?

অর্জুন তাঁকে সব থেকে ভাল বোঝেন বলে দাবি ‘ছাইয়া ছাইয়া’-কন্যের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ২০:৩৬
Share:

মালাইকা এবং অর্জুন

পত্রলেখা-রাজকুমার, ক্যাটরিনা-ভিকি, অঙ্কিতা-ভিকির পরে কি মালাইকা অরোরা এবং অর্জুন কপূর? ইনস্টাগ্রাম জুড়ে তাঁদের প্রেমালাপের ছবি ফুটে ওঠে বারবার। কখনও তাঁরা ‘ডেট’-এ যান, কখনও বা মলদ্বীপে রোদ পোহান জুটিতে। তাঁদের বিয়ের সানাই শুনতে উদ্গ্রীব ভক্তরা।

জনৈক জ্যোতিষীর গণনা অনুযায়ী, ২০২২ সালে বিয়ে করবেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী। বরের পিঁড়িতে বসবেন বনি কপূরের ছেলে। জ্যোতিষীর আরও বক্তব্য, মালাইকা এবং অর্জুন পরিণতমনষ্ক, তাই তাঁদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। প্রেমিক আবেগপ্রবণ এবং প্রেমিকা বাস্তববুদ্ধি সম্পন্ন বলে সম্পর্কে সমতা বজায় থাকবে, ধারণা সেই ভবিষ্যৎ-বক্তার। তাঁর মতে, অর্জুন এবং মালাইকার বয়সের পার্থক্য, মালাইকার সঙ্গে আরবাজের বিবাহ বিচ্ছেদ, ইত্যাদি নিয়ে তাঁদের প্রেমের শুরুর দিকে যে পরিমাণ কটূক্তি করা হয়েছিল, তার পরেও যে তাঁদের সম্পর্ক অটুট রয়েছে, তাতেই প্রমাণ হয় যে অর্জুন-মালাইকা দুর্বলচিত্তের মানুষ নন।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে মালাইকা তাঁর এবং অর্জুনের সম্পর্ক নিয়ে অকপট হন। অর্জুন তাঁকে সব থেকে ভাল বোঝেন বলে দাবি ‘ছাইয়া ছাইয়া’-কন্যের। নিজের পরিবারের সমর্থন ছিল বলেই আগের বিয়ে থেকে বেরিয়ে অন্য একটি সম্পর্কে জড়াতে পেরেছেন মালাইকা। তাঁর ছেলেও মায়ের নতুন সম্পর্ক নিয়ে খুশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement