সামাজিক দূরত্ব বোঝাতে শাহরুখের বিশেষ ‘পোজ’-এর আশ্রয় নিচ্ছে অসম?

কেন? ‘বাজিগর’ থেকে সাম্প্রতিক শেষ ছবি ‘জিরো’, সব ছবিতেই তাঁর যে বিশেষ ‘পোজ’দেখে আপ্লুত দর্শকেরা, সেটিই অতিমারিতে দূরত্ব মাপার একক হয়ে উঠেছে অসম প্রশাসনের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ১৭:০৬
Share:

শাহরুখ।

মুখে সাদা মাস্ক। দু’হাত দু’পাশে ছড়ানো। শাহরুখ খানের এই ছবিতে আপাতত অসম ছয়লাপ।

Advertisement

কেন? ‘বাজিগর’ থেকে সাম্প্রতিক শেষ ছবি ‘জিরো’, সব ছবিতেই তাঁর যে বিশেষ ‘পোজ’দেখে আপ্লুত দর্শকেরা, সেটিই অতিমারিতে দূরত্ব মাপার একক হয়ে উঠেছে অসম প্রশাসনের কাছে।

তাই, হু হু করে বাড়তে থাকা করোনা সংক্রমণ ঠেকাতে কতখানি দূরত্ব বজায় রাখবেন, মানুষের এই প্রশ্নের উত্তর দিতে অসম পুলিশ সাহায্য নিচ্ছে কিং খানের হাত ছড়ানো পোজের ছবির।

Advertisement

যাঁরা বুঝতে পারছেন না, ছ’ফুট দূরত্ব ঠিক কতখানি তাঁদের ত্রাতা খান সাহেবের হিন্দি ছবি। ‘বাজিগর’ থেকে ‘জিরো’— সবখানেই তিনি এই অবতারে। সেই পোজের ছবি টুইট করে অসম প্রশাসন লিখেছে, ‘সামাজিক দূরত্ব মূল্যবান জীবন বাঁচাতে পারে। তাই কিং খানের মতে, কখনও কখনও কাছে আসতে গেলে দূরে যেতে হয়। আর যে দূরে গিয়ে কাছে ফিরে আসে সেই-ই বাজিগর। ছয় ফুট দূরত্বে থাকুন আর বাজিগর হয়ে ফিরুন সবার জীবনে।’’

শাহরুখের পোজ নতুন করে বিখ্যাত হওয়ায় ফের শিরোনামে বাদশা খান। এর দিন কয়েক আগেই অবশ্য অভিনেতা চর্চায় ফিরেছেন স্ত্রী গৌরী খানের দৌলতে। করোনার আগে, গত দেড় বছর ধরেই শাহরুখ কার্যত ঘরবন্দি। সেই দিকে নির্দেশ করে গৌরী অতি সম্প্রতি বলেন, ‘‘দেড় বছর ধরে এক ছাদের নীচে দু’জনে।’’

সঙ্গে সঙ্গে সেই কথা বুদ্ধিদীপ্ত উত্তরে ফিরিয়ে দেন খান, ‘সত্যিই, একসঙ্গে দু’জনকে সামলানো বড্ড চাপের!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement