Ashutosh Rana

টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত ‘দুশমন’-এর অভিনেতা আশুতোষ

সম্প্রতি নিজের স্ত্রী রেনুকা সাহানের সঙ্গে কোভিডের প্রথম টিকা নিয়েছেন অভিনেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৮:৩৬
Share:

আশুতোষ রানা

করোনা আক্রান্ত অভিনেতা আশুতোষ রানা। মঙ্গলবার তিনি নেটমাধ্যমে হিন্দি ও ইংরেজি ভাষায় বিস্তারিত তথ্য দিলেন নিজের স্বাস্থ্য সম্পর্কে।

Advertisement

হিন্দু নববর্ষ এবং নবরাত্রির উপলক্ষের কথা উল্লেখ করে তিনি লিখলেন, ‘যদি আপনি খুব শুভ দিনে আপনার শরীরে রোগের সম্পর্কে জানতে পারেন, তবে এর চেয়ে ভাগ্যবান আর কিছুই হতে পারে না। দেবী দুর্গার আশীর্বাদ যে আমি আজ একটি সভায় জানতে পেরেছি যে আমি করোনায় আক্রান্ত’।

তাঁর বিবৃতি থেকেই জানা গেল, নিজের পরিবারকেও পরীক্ষা করিয়েছেন। বলেছেন, ‘৭ এপ্রিলের পরে আমার সংস্পর্শে আসা সমস্ত বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং ভক্তদের অনুরোধ করছি, আপনারাও পরীক্ষা করিয়ে নিন’।

Advertisement

সম্প্রতি নিজের স্ত্রী রেনুকা সাহানের সঙ্গে কোভিডের প্রথম টিকা নিয়েছেন অভিনেতা। কিন্তু তা সত্ত্বেও আক্রান্ত হলেন আশুতোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement