‘আশিকি’ অভিনেতা রাহুল রায়।
দিন দুই আগে কার্গিলে শ্যুট করতে গিয়ে হঠাৎই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় রাহুল রায়ের। ‘এলএসি: লিভ দ্য ব্যাটেল ইন কার্গিল’ ছবির শ্যুটিং চলছিল। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ৫২ বছরের অভিনেতাকে মুম্বইয়ে ফেরত আনা হয়। আপাতত লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন ‘আশিকি’ অভিনেতা। তাঁর ভাই বলেন, ‘আপাতত আইসিইউতে ভর্তি রাহুল। চিকিৎসা চলছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি।’
গালোয়ান ঘাঁটির সত্য ঘটনা অবলম্বনে বানানো হচ্ছে ‘এলএসি: লিভ দ্য ব্যাটেল ইন কার্গিল’। ছবিতে তিনি মেজরের চরিত্রে অভিনয় করছিলেন। ১৯৯০ সালে বলিউডে পা রেখেছিলেন তিনি। প্রথম ছবি মহেশ ভট্টের ‘আশিকি’। সুপারহিট সেই ছবিতে অভিনয় করার পর জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার পরে তাঁর ফিল্মোগ্রাফির তালিকা বড়তে থাকে। একে একে ‘জুনুন’, ‘জনম’, ‘স্বপ্নে সাজন কে’ ইত্যাদি।
তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা।
আরও পড়ুন: ভাইরাল জ্বরে কাবু দর্শনা, ‘মৃগয়া’র শ্যুটিং শুরু দেরিতে
আরও পড়ুন: কঙ্গনার দিক থেকে মুখ ফেরালেন তাঁর অনুগামীরা, অপরাধ কী?