Bollywood Film In Legal Trouble

‘ভাবমূর্তি নষ্ট হচ্ছে’, জেল থেকে মনোজ বাজপেয়ীর ছবিকে আইনি নোটিস পাঠালেন আসারাম বাপু

নাবালিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ‘ধর্মগুরু’ আসারাম বাপুর। জেলে বসেই মনোজ বাজপেয়ী অভিনীত ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৬:১৬
Share:

জেলে বসেই আইনি নোটিস, ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ আসারাম বাপুর। ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনীত ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির ট্রেলার। ছবির প্রচার ঝলক মুক্তির পাওয়ার পরেই বিপত্তির সূত্রপাত। ছবির নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন জেলবন্দি ধর্মগুরু আসারাম বাপু। স্বঘোষিত এক ‘গডম্যান’ তথা ধর্মগুরুর একাধিক অপরাধের বিরুদ্ধে আদালতে রুখে দাঁড়িয়েছেন এক আইনজীবী। সেই আইনজীবীর চরিত্রেই অভিনয় করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবির কলাকুশলী ও নির্মাতাদের বিরুদ্ধে তাঁর ‘ভাবমূর্তি’ নষ্ট করার অভিযোগ তুলেছেন আসারাম বাপু। আইনি নোটিসে তাঁর দাবি, ‘‘ছবিটি অত্যন্ত আপত্তিকর ও তাঁর ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর।’’

Advertisement

গত ৮ মে মুক্তি পেয়েছে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির ট্রেলার। যৌন নির্যাতনের শিকার এক নাবালিকা। অভিযোগের তির এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। ওই নাবালিকার হয়েই আদালতে সওয়াল করেন এক আইনজীবী। তাঁর নাম পিসি সোলাঙ্কি। সেই চরিত্রেই অভিনয় করেছেন বলিউডের কৃতী অভিনেতা মনোজ বাজপেয়ী। যৌন নির্যাতনের ঘটনার নেপথ্যের সত্য সবার সামনে তুলে ধরতে বদ্ধপরিকর তিনি। এক সাধারণ আইনজীবীর এই অসাধারণ লড়াইয়ের আধারেই তৈরি ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবিটি। ছবির ট্রেলার মুক্তির পরে নির্মাতাদের উদ্দেশে আইনি নোটিস পাঠিয়েছেন আসারাম বাপুর আইনজীবীরা। ছবির মুক্তির উপরেও নিষেধাজ্ঞা জারির আর্জি জানানো হয়েছে তাঁদের তরফে।

আইনি নোটিস পেয়েও ছবি নিয়ে আশাবাদী প্রযোজক আসিফ শেখ। তাঁর দাবি, ছবি দেখলেই সবাই সত্য ঘটনা জানতে পারবেন। পাশাপাশি তিনি এ-ও জানান, আইনজীবী পিসি সোলাঙ্কির জীবনীচিত্র তৈরির স্বত্ব আছে তাঁদের কাছে। ২৩ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবিটি। তার আগেই অবশ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হতে চলেছে মনোজ বাজপেয়ী অভিনীত এই ছবি।২০১৩ সালের অক্টোবর মাসে আসারাম বাপু ও ৭ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন সুরতের এক মহিলা। তাঁকে আশ্রমে জোর করে আটকে রাখারও অভিযোগ তোলেন তিনি। ২০১৪ সালের জুলাই মাসে চার্জশিট পেশ করে পুলিশ। ২০২৩ সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন আসারাম। আপাতত জোধপুর জেলে রয়েছেন ৮১ বছরের স্বঘোষিত ধর্মগুরু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement