বেঁচে থাকার লড়াই

সুপ্রিয় সেনের এটি প্রথম ফিচার ফিল্ম। এর আগে তিনি বহু তথ্যচিত্র পরিচালনা করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।  

Advertisement
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০৭:১০
Share:

পরমব্রত, অরুণিমা

পর্দা অনেক সময়ই বাস্তবের মুখে আয়না ধরে। বলিউডে তো এমন ছবি হচ্ছেই, টলিউডই বা পিছিয়ে থাকে কী করে? সুপ্রিয় সেনের নতুন ছবি ‘কন্যা’র নেপথ্যেও ‘কন্যাসন্তান বাঁচাও’-এর অনুরণন রয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ এবং ঋত্বিক চক্রবর্তী। বহু দিন পর অরুণিমাকে নায়িকার ভূমিকায় দেখা যাবে। ‘‘ছবির গল্পটা আবর্তিত হয়েছে আমার চরিত্রটাকে কেন্দ্র করেই। বিয়ের পর যখন মেয়েটি সন্তানসম্ভবা হয়, তার পরেই তাকে মেরে ফেলার চেষ্টা হতে থাকে। সে কলকাতা শহর জুড়ে নানা জায়গায় পালিয়ে বেড়ায় এবং শেষ পর্যন্ত সন্তানের জন্ম দিতে পারছে কি না, তাই নিয়েই গল্প,’’ বললেন তিনি। ছবিটি থ্রিলারের মতো। অরুণিমার স্বামীর ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন পরমব্রত। ঋত্বিক সাংবাদিকের ভূমিকায়। ‘‘সমাজে এখনও বহুক্ষেত্রে কন্যাসন্তান কাঙ্ক্ষিত নয় এবং মেয়েদের যে কত রকম বাধার মধ্য দিয়ে এগোতে হয়, সেটাই দেখাতে চেষ্টা করব ছবিতে,’’ বললেন পরিচালক। সুপ্রিয় সেনের এটি প্রথম ফিচার ফিল্ম। এর আগে তিনি বহু তথ্যচিত্র পরিচালনা করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement