Salman Khan

জন্মদিনে এক ‘বিশেষ মানুষ’-এর সঙ্গেই সময় কাটতে পারে সলমনের

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৪:২১
Share:

সলমন খান।

বাকি মাত্র সাত দিন। ডিসেম্বরের ২৭-এই ৫৪তে পা দেবেন সলমন। জন্মদিনের স্পেশ্যাল দিনটিকে আরও ‘স্পেশ্যাল’ করে তুলতে ভাইজানের নাকি রয়েছে এক বিশেষ প্ল্যান। শোনা যাচ্ছে, জন্মদিন নাকি এক ‘বিশেষ অতিথি’র সঙ্গেই কাটাবেন তিনি। কে সেই ব্যক্তি?

Advertisement

ভাইজানের বোন অর্পিতা অন্তঃসত্ত্বা। বিশেষ সূত্র বলছে অর্পিতা এবং স্বামী আয়ুশ নাকি সলমনের জন্মদিনকেই দ্বিতীয় সন্তানের জন্মদিন হিসেবে বাছতে চলেছেন। সেই মতো নাকি ডাক্তারের সঙ্গেও চলছে নিয়মিত প্ল্যানিং।

অন্যদিকে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সলমন বলেছেন, “আমার বোন প্রেগন্যান্ট। আমার এ বারের জন্মদিন আমি ওর সঙ্গেই কাটাব।” বোনের প্রতি সলমনের ভালবাসার কথা সকলেরই জানা। জন্মদিনটা বোনের সঙ্গে কাটানো নিঃসন্দেহে আনন্দের তবে বাড়তি আনন্দ হিসেবে যদি মামা-ভাগ্নের জন্মদিনও একই দিনে হয়ে যায় তবে তো ‘সোনায় সোহাগা’।

Advertisement

আরও পড়ুন-মারধর করতেন, বন্ধুদের সঙ্গে ‘বিশেষ ভাবে’ মিশতে জোর করতেন সুপারহিট এই বলি নায়িকার স্বামী!

আরও পড়ুন-‘কথা’ দিয়েও এলেন না মা করিনা! কেঁদে ভাসাল তৈমুর

Thankful, Grateful , Blessed @aaysharma @beingsalmankhan @sohailkhanofficial @helenkhan3551 @atulreellife @alizehagnihotri @salmakhan1942 @arbaazkhanofficial

A post shared by Arpita Khan Sharma (@arpitakhansharma) on

অর্পিতা এবং আয়ুষের প্রথম সন্তান আহিলের জন্ম হয়েছিল ২০১৬তে। আবারও নতুন অতিথি আসতে চলেছে খান পরিবারের অন্দরে। অন্যদিকে আবার সলমনের হাতেও এক গুচ্ছ কাজ। আসছে ‘দবং ৩’। জোরকদমে শুট চলছে ‘রাধে’-র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement