শুটিং শেষ প্যারানর্মাল থ্রিলারের

ছবির শুটিং শেষ। আপাতত চলছে ডাবিংয়ের কাজ। ‘এবং ইনকুইজ়িশন’ নামে একটি বই অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০২
Share:

অর্পিতা এবং রুদ্রপ্রসাদ

সাধারণত তন্ত্রসাধনা বা তান্ত্রিকদের কাহিনি শুনলে শিহরিত হন মানুষ। আর থ্রিলারের চাহিদা বাংলা ছবির বাজারে ইদানীং বেশ পাকাপোক্ত হয়ে গিয়েছে। সে রকমই একটি ছবি পরিচালনা করেছেন রাজর্ষি দে। ছবির নাম ‘পূর্ব পশ্চিম দক্ষিণ (উত্তর আসবেই)’।

Advertisement

ছবির শুটিং শেষ। আপাতত চলছে ডাবিংয়ের কাজ। ‘এবং ইনকুইজ়িশন’ নামে একটি বই অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। তিনটি গল্পকে একটি জার্নির মাধ্যমে এক সূত্রে বাঁধা হয়েছে। গল্পগুলি দশমহাবিদ্যার মাতঙ্গী, ছিন্নমস্তা এবং বৌদ্ধতন্ত্র তারাকে কেন্দ্র করে। সঙ্গে রয়েছে টাইম ট্রাভেল, রহস্য সমাধান এবং তন্ত্রমন্ত্রের নানা দিক।

অভিনয়ে অর্পিতা চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা প্রমুখ। পরিচালকের কথায়, ‘‘বাংলা ছবিতে এর আগে এমন প্যারানর্মাল থ্রিলার হয়নি বলেই জানি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement