Shah Rukh Khan

শাহরুখকে সে বার সহ্য করতে পারেননি অর্জুন, সিনেমা হিট তবু রয়ে গিয়েছে অস্বস্তি?

স্বজনপোষণ নিয়ে এর আগেও সরব হয়েছেন অভিনেতা। তাঁর মতে, যাঁরা তারকা-সন্তান, তাঁদের এই পেশায় আসার ক্ষেত্রে বাড়তি সুযোগ থাকে। তাঁদের পরিশ্রম করতে হয় কম।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ১৭:৩৪
Share:

শাহরুখ অভিনীত চরিত্রটিকে স্বজনপোষণের জলজ্যান্ত দৃষ্টান্ত মনে করছেন অর্জুন। —ফাইল চিত্র

২০০৭ সালের ৯ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘ওম শান্তি ওম’ ছবিটি। নায়ক শাহরুখ খান অভিনয় করেছিলেন দ্বৈত চরিত্রে। এই ছবিতেই প্রথম দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। খলনায়কের চরিত্রে ছিলেন অর্জুন রামপাল।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ষোলো বছর আগে মুক্তি পাওয়া সেই ছবি এবং ছবিতে শাহরুখ অভিনীত চরিত্রটি নিয়ে কথা বলছিলেন অর্জুন। অর্জুন জানান, শাহরুখ অভিনীত চরিত্রটি একেবারেই ভাল লাগেনি তাঁর। অর্জুনের মতে, চরিত্রটি ছিল ‘বিরক্তিকর’। তাঁর কথায়, “শাহরুখ অভিনীত চরিত্রটি যখন দ্বিতীয় বার ওম কপূর হয়ে জন্ম নিচ্ছে, সেটা মেনে নেওয়া যায় না। যেন স্বজনপোষণের জলজ্যান্ত দৃষ্টান্ত।”

স্বজনপোষণ নিয়ে এর আগেও সরব হয়েছেন অভিনেতা। তাঁর মতে, যাঁরা তারকা-সন্তান, তাঁদের এই পেশায় আসার ক্ষেত্রে বাড়তি সুযোগ থাকে। তাঁদের পরিশ্রম করতে হয় কম। কারণ, তাঁদের পরিবারের অনেকেই পরিচিত মুখ। অর্জুনের কথায়, “এটা সেই ব্যক্তির ভাগ্য। কোন পরিবারে তিনি জন্মাবেন, এটা তো তিনি নিজে ঠিক করতে পারেন না।”

Advertisement

যদিও শাহরুখ কোনও প্রতিক্রিয়া জানাননি এ বিষয়ে। ইতিমধ্যে ২৯ এপ্রিল অর্জুন রামপালের সঙ্গিনী গ্যাব্রিয়েলা দিমেত্রিয়াদেস তাঁর দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। পেশায় মডেল তিনি। নিজের মাতৃত্বকালীন ফোটোশুটের ছবিও শেয়ার করেছেন সম্প্রতি। ছবিতে হালকা বাদামি রঙের গাউনে তাঁর স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আসল, না কি নকল?” সেই পোস্টের নীচে শুভেচ্ছাবার্তার জোয়ার বয়ে যায়। সকলেই বলে ওঠেন, ‘আসল!’

অর্জুন এবং গ্যাব্রিয়েলার প্রথম সন্তান জন্মায় ২০১৯ সালে। গ্যাব্রিয়েলার সাম্প্রতিক পোস্টে দ্বিতীয় সন্তানের আগমনবার্তা। অর্জুন তো প্রতিক্রিয়া জানিয়েইছেন, ইন্ডাস্ট্রির সহকর্মীরাও অভিনন্দন জানিয়েছেন তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement